টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যুক্তরাষ্ট্রের প্রথিতযশা দৈনিক দ্য নিউইয়র্ক টাইমসের টুইটার অ্যাকাউন্টের নীল টিক চিহ্ন তুলে নেয়া হয়েছে। টুইটারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ি অর্থ পরিশোধ করে ভেরিফায়েড থাকবে না নিউ ইয়র্ক টাইমসের এমন ঘোষণার পরপরই টুইটার টিক চিহ্নটি সরিয়ে দিয়েছে।
কিছুদিন আগে টুইটার এক ঘোষণায় জানায়, অ্যাকাউন্ট ভেরিফায়েড চিহ্ন নীল টিক মার্ক পেতে হলে গ্রাহককে নির্দিষ্ট অংকের ফি দিয়ে সাবসক্রিপশন করতে হবে। এ সিদ্ধান্ত এক এপ্রিল থেকে কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়। এরইমধ্যে সাবসক্রাইব করে নি এমন অ্যাকাউন্টগুলো থেকে নীল টিক মার্ক সরিয়ে নেয়া শুরু করেছে টুইটার। তবে নিউ ইয়র্ক টাইমসসহ আরো অনেক প্রতিষ্ঠান ও সেলিব্রেটিসরা জানিয়েছেন তারা টিক মার্ক পেতে কোন অর্থ পরিশোধ করবে না।
এরপরই টুইটারের মালিক ইলন মাস্ক নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে অপমানসূচক নানা কথা বলতে থাকেন। তিনি টুইটে লিখেন, ‘নিউ ইয়র্ক টাইমসের আসল ট্র্যাজেডি হলো তাদের প্রপাগান্ডাও আকর্ষণীয় নয়। এছাড়াও টুইটারে তাদের ফিড ডায়রিয়ার সমতুল্য। রীতিমতো অপাঠ্য।’
তবে মাস্কের মন্তব্যের বিষয়ে টুইটার কোন আনুষ্ঠানিক মন্তব্য করে নি এবং নিউইয়র্ক টাইমসও কোন প্রতিক্রিয়া জানায় নি।
টুইটারের নতুন নীতিমালা অনুযায়ি, যারা অর্থপরিশোধ করবে না তাদের অ্যাকাউন্ট থেকে বৈধ অ্যাকাউন্টের চিহ্ন নীল টিক সরিয়ে নেয়া হবে। ভেরিফিকেশন ব্যাজ পেতে ইচ্ছুক প্রতিষ্ঠানগুলোকে একটি সোনালী টিক পেতে মাসে এক হাজার ডলার ফি প্রদান করতে হবে। আর ব্যাক্তিগত অ্যাকাউন্টের ক্ষেত্রে নীল টিকের জন্য মাসে আট ডলার দিতে হবে।
এই সাবসক্রিপশন সার্ভিস টুইটারের আয় বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে ভেরিফিকেশন বা যাচাইকরন প্রক্রিয়া ছাড়া ভুয়া অ্যাকাউন্টগুলো থেকে আসল অ্যাকাউন্ট খুঁজে বের করা কঠিন হবে।
এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা প্রতিষ্ঠান হিসেবে যেমন সাবসক্রিপশন ফি দিবে না তেমনি তাদের সাংবাদিকরাও এ পথে হাঁটবেন না। তবে ‘প্রতিবেদন তৈরির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলে এর ব্যতয় ঘটতে পারে।’
ঘোষণাটি দেয়ার পরপরই ৫৫ মিলিয়ন টুইটার ফলোয়ার থাকা এই নিউ ইয়র্ক টাইমস তার ভেরিফিকেশন ব্যাজটি হারিয়ে ফেলে।
তবে সকল প্রতিষ্ঠানগুলো এই পেইড ভেরিফিকেশন নীতিমালার আওতায় পড়বে কিনা তা নিশ্চিত নয়। যদিও নিউ ইয়র্ক টাইমস টুইটারের অভ্যন্তরীণ এক নথির উল্লেখ করে জানিয়েছে, সর্বোচ্চ ফলোয়ার থাকা প্রতিষ্ঠানগুলোকে সাবসক্রিপশন করতে হবে না।
উল্লেখ্য, ডিসেম্বর থেকে তিনটি ভিন্ন রংয়ের ভেরিফিকেশন ব্যাজ চালু করেছে টুইটার। এরমধ্যে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য সোনালি টিক, সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্ত প্রতিষ্ঠান অথবা বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোর জন্য ধূসর রংয়ের টিক এবং ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য নীল রংয়ের টিক চিহ্ন নির্ধারন করা হয়েছে।
সিএনএন, লস এঞ্জেলস টাইমস এবং ওয়াশিংটন পোস্টসহ অনেক কোম্পানিই জানিয়েছে তারা টুইটার ভেরিফিকেশন চিহ্ন পেতে কোন অর্থ পরিশোধ করবে না। কিন্তু এসব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের পাশে সোনালি টিক চিহ্ন দেখা গিয়েছে।
বিবিসি/আরএপি
from টেক শহর https://ift.tt/rtieYAh