গুগল ড্রাইভে ফাইল রাখার ওপর সীমা আরোপ

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: গুগলের ক্লাউড স্টোরেজ সিস্টেম গুগল ড্রাইভে সব ছবি, ভিডিও, ইমেইলসহ অন্যান্য ফাইলগুলো সংরক্ষণ করা যায়। তবে এবার গুগল ড্রাইভেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ড্রাইভে কতো ফাইল রাখা যাবে তার একটি সীমা নির্দিষ্ট করে দিয়েছে গুগল। এতে করে ব্যক্তিগত ব্যবহারকারী ও কিছু প্রতিষ্ঠান ভুক্তভুগি হবে বলে জানা গিয়েছে।

কোনরকম ওয়ার্নিং ছাড়াই গুগল ড্রাইভে কতো ফাইল রাখা যাবে তার একটি নতুন সীমারেখা টেনে দেয়া হয়েছে। এ সিদ্ধান্তে ড্রাইভে অনেক ফাইল সংরক্ষণ করে এমন ব্যবহারকারী এবং বড় বড় কিছু প্রতিষ্ঠান ভুক্তভুগি হবে বলে জানা গিয়েছে। এমন একজন ভুক্তভুগি জানিয়েছেন, ‘পশু স্বাস্থ্য নিয়ে আমাদের একটি জটিল অপারেশনাল সিস্টেম রয়েছে। বর্তমান সিদ্ধান্তে এই কার্যক্রমে প্রভাব পড়েছে। এ কারণে প্রতিদিন হাজার হাজার ব্যবহারকারীর অনুশীলন ও চর্চায় মারাত্মক ব্যাঘাত ঘটছে।’ আরেক ভুক্তভুগি জানিয়েছেন, হঠাৎ করেই গুগল এপিআই নির্ভর সফটওয়্যারের মাধ্যমে আমরা গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে পারছি না। বর্তমানে যা অনেক সমস্যা সৃষ্টি করছে।’

আক্রান্ত অ্যাকাউন্টগুলোয় আরো বিস্তারিতভাবে সতর্কবার্তা দেয়া শুরু করেছে গুগল। সেখানে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে প্রতিটি গুগল অ্যাকাউন্টের জন্য পাঁচ মিলিয়ন ফাইলের নতুন একটি সীমা নির্ধারন করে দেয়া হয়েছে। গুগলের পক্ষ থেকে আরস টেকনিকাকে বলা হয়েছে, ‘আমাদের ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে সুরক্ষাব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এটি এই ব্যবস্থার স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।’
তবে শুধুমাত্র ব্যবহারকারীরর নিজের তৈরি করা ফাইলগুলো নতুন সিদ্ধান্তে প্রভাবিত হবে। তবে অন্য একাউন্ট থেকে পাঠানো ফাইলগুলো নতুন সীমার আওতায় পড়বে না।
ফাইভ মিলিয়ন ফাইল অনেক বেশি মনে হলেও যখন কয়েকটি কম্পিউটার থেকে পাঠানো হবে তখন অবশ্যই সীমা অতিক্রম করা হয়েছে। এক্ষেত্রে একটি সমাধান হচ্ছে অন্য একটি অ্যাকাউন্টে কিছু ফাইল স্থানান্তর করা অথবা একটি জিপ ফাইলে প্যাকেজ করে রাখা।

Techshohor Youtube

আরএপি



from টেক শহর https://ift.tt/b1ux0dC
Previous Post Next Post