টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চীনের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা এবং দেশটির একসমেয়র শীর্ষস্থানীয় উদ্যেক্তাদের একজন জ্যাক মা। প্রায় ৩৩ বিলিয়ন ডলারের মালিক এই ভদ্রলোক খুব একটা জনসম্মুখে বের হোন না। তবে সম্প্রতি তার দেখা মিলেছে হ্যাংঝুতে আলিবাবার প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ইয়ংগু স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে।
সম্প্রতি স্কুলটির কর্তৃপক্ষ তাদের উইচ্যাট অ্যাকাউন্টে জানিয়েছে, ‘জ্যাক মা ইয়াংগু স্কুলটি পরিদর্শন করেছেন এবং ক্যাম্পাস পরিচালকদের সাথে শিক্ষার ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। মা এর সফরের উদ্দেশ্য ছিলো ‘নতুন প্রযুক্তিগত পরিবর্তন শিক্ষায় নিয়ে আসলে যে চ্যালেঞ্জ ও সুযোগ রয়েছে’ সে বিষয়ে আলোচনা করা।
দুই বছর আগে চীন সরকার যখন প্রযুক্তি খাতের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু করলো তখন থেকেই জ্যাক মা জনসম্মুখে খুব একটা বের হতেন না। এরমধ্যে সবচেয়ে নাটকীয় ধাক্কাটি এসেছিলো ২০২০ সালের নভেম্বরে। সেসময় আলিবাবার আর্থিক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ স্থানীয় শেয়ারের বাজারে একেবারে লেনদেন সমাপ্তি হওয়ার পূর্ব মুহুর্তে ৩৭ বিলিয়ন ডলারের আইপিও প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। মূলত চীনের ব্যাংক ও আর্থিক খাতের নীতিনির্ধারকদের সমালোচনা করে মায়ের দেয়া বক্তব্যের জেরে এ ঘটনা ঘটে।
গত দুই বছরের বেশিরভাগ সময় মা জাপানে তার বন্ধু ও আলিবাবার বিনিয়োগকারী সফটব্যাংকের সিইও মাসা সনের বাড়ি এবং হংকংয়ে কাটিয়েছেন।
জ্যাক মা’র সাম্প্রতিক ভ্রমন সম্পর্কে তার প্রতিষ্ঠান জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মা প্রায়ই চীন ও বিদেশ ভ্রমন করেন। সম্প্রতি তিনি হ্যাংঝুতে গিয়েছিলেন। সেখানে তিনি ইয়াংগু স্কুল পরিদর্শন করেছেন এবং বিদ্যালয়টির শিক্ষকদের সাথে শিক্ষা বিষয়ে আলোচনা করেছেন।’
বিগত কয়েকমাস ধরেই বেইজিং ইন্টারনেট খাতের ওপর কঠোরাবস্থা শিথিলের আভাস দিচ্ছে। কারণ কোভিড মহামারী ও আবাসন খাতে ধ্বসের পর দেশটির অর্থনীতি পুনরায় চাঙ্গা হতে রীতিমতো লড়ে যাচ্ছে। এ অবস্থায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বেসরকারি খাতের কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবৃদ্ধি বাড়ানো প্রয়োজন।
সিএনএন/আরএপি
from টেক শহর https://ift.tt/HO5l3jt