মুনাফার পতনে চিপ উৎপাদন কমাচ্ছে স্যামসাং

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: মুনাফা হ্রাসের কারণে চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে এই মাল্টিন্যাশনাল ইলেক্ট্রনিকস করপোরেশনটির মুনাফা ৯৬ শতাংশ কমে গিয়েছে।

চিপ তৈরিতে শীর্ষস্থানীয় কোম্পানি স্যামসাং জানিয়েছে, কোভিড মহামারী পরবর্তী সময়ে শ্লথ বৈশ্বিক অর্থনীতি ও চাহিদা কম থাকার কারণে চিপ বিক্রি অনেক কমে গিয়েছে। যার প্রভাবে জানুয়ারি-মার্চ প্রান্তিকে পরিচালন মুনাফা ৬০০ বিলিন ওন কমে গিয়েছে। আর এ কারণে চিপ উৎপাদন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

এ প্রসঙ্গে স্যামসাং জানিয়েছে, ‘আমরা মেমোরি চিপ উৎপাদন একটি নির্দিষ্ট পর্যায় পর্যন্ত কমিয়ে ফেলবো।’ চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্তের পরও শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারদও ৪ শতাংশের বেশি বাড়তে দেখা যায়।

Techshohor Youtube

কোভিড মাহামারীরর সময়ে লকডাউনে ঘরে বসে থাকা মানুষজনকে সময় কাটাতে নতুন নতুন ইলেক্ট্রনিকস পণ্য কিনতে দেখা গিয়েছে। ফলে এসময় মেমোরি চিপের চাহিদাও ছিলো অনেক বেশি। তখন বিশ্বব্যাপি চিপের সংকটও দেখা যায়। গত কয়েক বছরে চিপের এই সংকট কেটেছে। বাড়তি চিপও মজুদ রয়েছে কোম্পানিগুলোর কাছে। আগের মতো চাহিদা কম থাকায় এখন আবার চিপ বিক্রিও কমেছে। এ অবস্থায় মজুদ ও চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে নির্মাতাদের হিমশিম খেতে হচ্ছে।

ম্যানেজমেন্ট কনসাল্টেন্সি বেইন অ্যান্ড কোম্পানির বিশ্লেষক পিটার হ্যানবারি বলেছেন, ‘যখন সামগ্রিক অর্থনীতি শ্লথ থাকে তখন এধরনের দামি পণ্যের চাহিদাও কমে যায়। ফলে এসব পণ্যের নির্মাতারা চিপ তৈরির অর্ডার বন্ধ করে মজুদ থাকা পণ্যগুলো বিক্রির দিকে মনোযোগ দিচ্ছে। ’

বিবিসি/আরএপি



from টেক শহর https://ift.tt/W0Djhz9
Previous Post Next Post