টেকশহর কনটেন্ট কাউন্সিলর: একটি অ্যালিয়েন গ্রহ থেকে ‘সুসংগত’ রেডিও সংকেত শনাক্ত হয়েছে। সংকেতের ধরণ অনুযায়ি ধারণা করা হচ্ছে গ্রহটি বাসযোগ্য হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সংকেতের মাধ্যমে আরো বোঝা যাচ্ছে গ্রহটির নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে যা একটি নির্দিষ্ট পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
পৃথিবীতে আমাদের চৌম্বক ক্ষেত্রটি সূর্য্য থেকে বিচ্ছুরিত উচ্চ শক্তি কণা ও প্লাজমা থেকে রক্ষা করে। একইরকমভাবে অন্য কোন গ্রহেও চৌম্বক ক্ষেত্র অ্যালিয়েনের জীবনকে সুরক্ষিত রাখবে। তবে দূরবর্তী পাথুরে গ্রহগুলোয় চৌম্বক ক্ষেত্র রয়েছে কিনা তা নিশ্চিত হতে গবেষকদের এখনো সংগ্রাম করে যেতে হচ্ছে। এরপরেও এসব গ্রহে চৌম্বকক্ষেত্র থাকার বিষয়টি নিশ্চিত হলেও এটি পৃথিবীর মতো বসবাসকারীদের জীবন কতোটা সুরক্ষিত রাখতে পারবে তা অনুধাবন করা কঠিন।
ওয়াইজেড সেটি বি নামের পাথুরে গ্রহটি ১২ আলোকবর্ষ দূরে একটি তারাকে প্রদক্ষিণ করছে। গ্রহটি তারা থেকে একটি পুনরাবৃত্তি সংকেত পাঠিয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি পৃথিবী থেকে আকৃষ্ট হয়েছে।
গবেষকরা গ্রহ থেকে যে রেডিও সংকেত আবিষ্কার করেছেন তা মূলত যে তারাকে প্রদক্ষিন করা হচ্ছে সেটি গ্রহের চৌম্বকক্ষেত্রের সাথে যোগাযোগ করে তখন সৃষ্টি হয় বলে জানা গিয়েছে।
ইউনিভার্সিটি অব কলোরাডোর জ্যোতির্পদার্থবিদ ও সংকেতটি দেখেছে এমন গবেষকদের একজন সেবাস্তাইন পিনেদা বলেছেন, ‘আমরা মূলত তারায় অরোরা দেখেছি। এাঁই রেডিও নির্গমন। গস্খহটির নিজস্ব বায়ুমন্ডল থাকলে সেটিরও অরোরা থাকবে।’
ন্যাশনাল রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির প্রোগ্রাম ডিরেক্টর জোয়ে পেসক বলেছেন, ‘অন্যান্য সৌরজগতে বসবাসযোগ্য অথবা জীবন টেকার মতো বিশ^ রয়েছে কিনা তা অনুসন্ধানে এটি পাথুরে , পৃথিবীর মতো চৌম্বক ক্ষেত্র রয়েছে কিনা তা দেখতে হয়।’
ইন্ডিপেন্ডেন্ট/আরএপি
from টেক শহর https://ift.tt/1IMLXyh