টেকশহর কনটেন্ট কাউন্সিলর : জামদানির সব ধরনের পণ্য নিয়ে কাজ করছেন কাকলী তালুকদার। উদ্যোগের নাম কাকলীস অ্যাটায়ার।
৩০ হাজার টাকা পুঁজিতে শুরু করেন কাকলী। জামদানির শাড়ি, থ্রি পিস, টু পিস, কুর্তি সবই আছে তাঁর উদ্যোগে। বিজনেসে আসার আগে এডেক্সেল ট্রেইনার হিসেবে কর্মরত ছিলেন তিনি। মা হলেন, মাতৃত্ব সুখ অনুভব করছিলেন বটে কিন্তু নিজের আইডেন্টিটি নিয়ে ছিলেন চরম হতাশায়। হতাশা কাটাতে কিছু একটা করতে হবে এই ভাবনায় ই কমার্স জগতে পা দিলেন।
জানতে চাওয়া হল, প্রথম সেলের কথা। জানালেন, বন্ধুর উদ্যোগের জামদানির পণ্য দেখতে এসে প্রথম কিনে নেয় বন্ধু লিজা। এইটা অন্য রকম অনুভুতি। এক বন্ধু আরেক বন্ধুকে এগিয়ে দিতে, উৎসাহ দিতে কিনে নেন পণ্য। অফলাইনে শুরু হওয়া বিক্রির পর জানালেন ফেইসবুক পেইজের মাধ্যমে সেল হয় পুজো উপলক্ষে। প্রথম অনলাইন সেলের অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। কারন পেমেন্ট , ডেলিভারি সব ই ছিল অনলাইনে। শুরু হল এক অন্য রকম এক যাত্রা।
প্রডাক্ট ডেলিভারির মাধ্যম পছন্দ করেন ক্রেতার পছন্দ অনুযায়ী । পেমেন্ট সিস্টেম ক্যাশ অন ডেলিভারির দিকে ঝুঁকে থাকলেও ক্রেতারা এডভান্স পেমেন্ট দিয়েই পণ্য কিনেন।
অনেকে তো পণ্য অর্ডার দিয়ে ফিরিয়ে দেয় সেই ক্ষেত্রে কি করেন ? এমন প্রশ্নে কাকলী জানালেন , পার্সোনাল ব্র্যান্ডিং এর কারনে উনি মনের জোর পান। উনার উদ্যোগের চেয়ে ক্রেতারা কাকলী আপুর কাছ থেকে পণ্য কিনছেন এইটা ই মূখ্য থাকে। তাই পণ্য রিটার্ন হবার ঘটনা একদম জিরো , জানালেন কাকলী।
আমার বিজনেসের শক্তি হচ্ছে আমার ক্রেতা। অনলাইনে জামদানি নিয়ে সঠিক তথ্যের অভাবের কথা জানালেন তিনি। মেশিন মেইড এবং হ্যান্ড মেইড শাড়ির তফাৎ অনেকেই বুঝেন না। তাই ক্রেতাকে সঠিক তথ্য জানানোর দায়িত্ব উদ্যোক্তাদের।
যারা কাজ করতে অনলাইনে আসবেন তাদের জন্য কাকলী পরামর্শ দিলেন , কি নিয়ে কাজ করবেন সেই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে প্রথম। ক্রেতার সমস্যার সমাধান দিতে জানতে হবে । হতাশ হওয়া যাবে না , সেল বেইজড পোস্ট না দিয়ে কনটেন্ট ভিত্তিক পোস্ট দিতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে জানতে হবে।
গল্পে গল্পে কাকলী জানালেন, পারিবারিক সমর্থন পেলেও সামাজিকভাবে অনেক কটু কথা তাকে শুনতে হয়েছে। তবে পরিবারের সহযোগিতায় উৎরে গেছেন শাড়িওয়ালীর খেতাব। মেয়েরা কাজ করতে গিয়ে এই বেরিয়ারগুলোর সাথে মুলধন, প্রডাক্ট সোর্সিং , ডেলিভারি ইত্যাদি নিয়ে ধাক্কা খায়। অনলাইনে কাজ করতে হলে আর সব কিছুর সাথে সাথে প্রয়োজন প্রাযুক্তিক দক্ষতা অর্জন। পুরো গল্প শুনুন ভিডিওতে ।
from টেক শহর https://ift.tt/2V78tHX