বিচার্ড ব্রানসনের ভার্জিন অরবিট দেউলিয়ার পথে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ধনকুবের রিচার্ড ব্রানসনের কোম্পানি ভার্জিন অরবিট হোল্ডিংস দেউলিয়াত্বের আবেদন করেছে। গত জানুয়ারিতে রকেট উৎক্ষেপনে ব্যর্থ হওয়ার পর দীর্ঘমেয়াদে তহবিল জোগাড়ে ব্যর্থ হওয়ার কারনেই এ আবেদন করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্যাটেলাইট উৎক্ষেপনকারী কোম্পানি ভার্জিন অরবিট ডিসক্ট্রিক্ট অব দিলাওয়ারের ইউএস ব্যাংক্রাপ্টসি কোর্টে সম্প্রতি দেউলিয়াত্বের আবেদন করে সম্পদ বিক্রির অনুমোদন চেয়েছে। আবেদনটি করার আগে গত সপ্তাহে কোম্পানিটির ৭৫০ জন কর্মীর মধ্যে ৮৫ শতাংশই ছাঁটাই করা হয়।
ভার্জিন অরবিটের সিইও ড্যান হার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা বিশ্বাস করি চ্যাপ্টার ১১ প্রক্রিয়াই একটি যথাযথ ও সর্বোচ্চ দাম পাওয়া যাবে এমন বিক্রির পথ চূড়ান্ত করে দিবে। ’

আদালতে উপস্থাপিত নথি অনুযায়ি গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির তালিকাভুক্ত সম্পদের পরিমান ২৪৩ মিলিয়ন ডলার এবং মোট ঋণের পরিমান ১৫৩ দশমিক ৫ মিলিয়ন ডলার।

Techshohor Youtube

ভার্জিন অরবিটের কৌশল হচ্ছে খুব শর্ট নোটিশে ৭৪৭ ফ্লাইট থেকে ছোট ছোট রকেট উৎক্ষেপন করা। বিশ্লেষকরা বলছেন, গত দুই বছরে ভার্জিনের চাহিদা পরিবর্তিত হয়েছে। স্পেসএক্সেও ফ্যালকন ৯ এ আরো বড় রকেট উৎক্ষেপনের লক্ষ্য নেয়ায় এবং ব্যয়বহুল শেয়ার্ড রাইডসের কারণে ব্যয় অনেক বেড়ে গিয়েছে।
গত জানুয়ারিতে নিজেদের ষষ্ঠ মিশনে ব্রিটেনের বাইরে প্রথমবারের মতো রকেট উৎক্ষেপনের উদ্যেগ নেয়। কিন্তু এই লাউঞ্চার রকেঁটি কক্ষপথে পৌঁছুতে ব্যর্থ হয়। এ ঘটনার পর ভার্জিন অরবিটের শেয়ারমূল্যমানে নাটকীয় পতন লক্ষ্য করা যায়।

রকেট উৎক্ষেপনে ব্যর্থতার পর নতুন করে আর তহবিল জোগাড় করতে পারছিলো না কোম্পানিটি। ফলে কোম্পানিটির কার্যক্রম স্থগিত হয়ে পড়ে এবং ১৫ মার্চের মধ্যে প্রায় সব কর্মীকে নগদ অর্থ দিয়ে বিদায় করে দেয়া হয়। ব্রানসনের ভার্জিন গ্রুপএই কোম্পানিটির ৭৫ শতাংশ শেয়ার অংশীদার। কোম্পানিটিতে এক বিলিয়নের বেশি অর্থ বিনিয়োগ করেছে ভার্জিন গ্রুপ।

আরএপি



from টেক শহর https://ift.tt/txcM4wT
Previous Post Next Post