টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত দক্ষ এআই চ্যাটবটগুলোর উত্থানে কর্মজীবন আরো সহজ হয়ে উঠেছে। সেইসঙ্গে প্রযুক্তির এই চরম উৎকর্ষ মানুষের মধ্যে কাজ হারানো ভীতিও সৃষ্টি করেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি নিয়ে এমন আশঙ্কা কিছুটা হলেও কম। কারণ এই এআই প্রযুক্তি ব্যবহারের জন্য নতুন জনবলের চাহিদা সৃষ্টি হয়েছে।
চ্যাটজিপিটি থেকে কোন প্রশ্নের উত্তর পেতে চাইলে চ্যাটজিপিটি প্রম্পট লিখতে হবে। অনেক কোম্পানিই এখন এআই প্রযুক্তি ব্যবহারে দক্ষ জনবল খুঁজছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ জন্য এসব কোম্পানি বেশ মোটা অংকের বেতনও দিতে চাচেছ। গুগলে ‘এআই প্রম্পট রাইটারস’ এবং ‘এআই প্রম্পট ইঞ্জিনিয়ার’ লিখে সার্চ দিলে এসব খাতে দক্ষ জনবল চাচ্ছে এমন ডজনখানেক প্রতিষ্ঠানের তালিকা চলে আসবে। এমনই একটি কোম্পানি যুক্তরাষ্ট্রের অ্যাথ্রোপিক। এআই গবেষণাধর্মী কোম্পানিটি সম্প্রতি ‘প্রম্পট ইঞ্জিনিয়ার অ্যান্ড লাইব্রেরিয়ান’ পদের জন্য জনবল চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছে। সেখানে প্রার্থীর যোগ্যতা হিসেবে ‘বৃহত্তর ল্যাঙ্গুয়েজ মডেলগুলো পরিচালনা এবং গঠন বিষয়ে উচ্চ পর্যায়ের জানাশোনার’ কথা উল্লেখ করা হয়েছে। পদটির জন্য বেতনসীমা নির্ধারন করা হয়েছে বছরে এক লাখ ৭৫ হাজার ডলার থেকে তিন লাখ ৩৫ হাজার ডলার।
এখন প্রশ্ন উঠতে পারে এ ধরনের কাজের জন্য কোম্পানিগুলো এতো বেতন কেন দিতে চাচ্ছে? চ্যাটজিপিটিকে যখন কোন কাজ করার নির্দেশ দেয়া হয় তখন সেখানে একাধিক ধাপ যুক্ত হয়। এসব ধাপ সম্পন্ন করা বেশ সময়সাপেক্ষ হওয়ায় ব্যবহারকারীরর দক্ষতা ও কাজের পরিমান কমে যায়। এছাড়া চ্যাটবটটি অত্যাধুনিক প্রযুক্তিগত সক্ষমতাসম্পন্ন হলেও যদি একে কি প্রশ্ন করা যাবে সে বিষয়ে জ্ঞান না থাকে তাহলে কিন্তু এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে না। প্রম্পট লেখার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন যা ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানও স্বীকার করেছেন।
চ্যাটবটে একটি ভালো প্রম্পট লেখা সত্যিকার অর্থেই চমৎকার উচ্চ পর্যায়ের দক্ষতা। শুধু তাই নয় একে কিছুটা হলেও প্রাকৃতিক ভাষার প্রোগ্রামিং করতে পারার প্রাথমিক উদাহারন হিসেবে দেখা হয়। কারণ ভালো প্রম্পট লিখতে হলে চ্যাটজিপিটির প্রযুক্তিগত সক্ষমতার বিষয়গুলোও জানতে হবে। সেইসাথে চ্যাটবট খুব সহজেই বোঝতে পারবে এমন সুনির্দিষ্ট ভাষার ব্যবহার জানা, যতটুকো ফলাফল পেতে ইচ্ছুক সে জন্য সঠিক নির্দেশনা দেয়া, কাজটি বোঝার জন্য চ্যাটবটকে পর্যাপ্ত বার্তা দেয়াসহ আরো অনেক বিষয়েই দক্ষ হতে হবে এর ব্যবহারকারীকে।
ফলে চ্যাটবট ব্যবহার করে খুব ভালো প্রম্পট লেখা একটি শেখার বিষয়। তবে আপনার হাতে যদি এতো সময় না থাকে তাহলে সংশ্লিষ্ট দক্ষ ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন এ বিষয়ে।
জেডনেট/আরএপি
from টেক শহর https://ift.tt/2Yl8m0O