গুগল ম্যাপসে ঠিকানা আপডেট করা

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই তখন বেশ কিছু বিষয়ও পরিবর্তন করে নিতে হয়। যেমন ইন্টারনেট ও মোবাইল প্লান পরিবর্তন। সেই সাথে স্মার্ট হোম ডিভাইসগুলো পুনরায় সংযোগ দিতে হয়। আপডেট করতে হয় গুগল ম্যাপসে বাড়ির ঠিকানাও ।

ফোন ব্যবহার করে যেভাবে বাড়ির ঠিকানা আপডেট করা যায়

ফোনে গুগল ম্যাপ ব্যবহার করে বাড়ির ঠিকানা আপডেট করার সবচেয়ে সহজ উপায়। অ্যাপটি বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে প্রিলোড করা থাকে। আইফোন ব্যবহারকারীরাও অ্যাপ স্টোর থেকে আইওএসের জন্য গুগল ম্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। ফোনের মাধ্যমে যেভাবে বাড়ির ঠিকানা আপডেট করা যায়

Techshohor Youtube

-উপরের ডানদিকে ফোন ব্যবহারকারীরর ছবি অথবা নামের অদ্যাক্ষরের ওপর ক্লিক করতে হবে

-এরপর সেটিংস থেকে এডিট হোম অথবা ওয়ার্কে যেতে হবে

-ওভারফ্লো (থ্রি ডট) মেন্যুতে আলতো চাপ দিতে হবে

-এডিট হোম সিলেক্ট করতে হবে

-এরপর সার্চ বারে ব্যবহারকারীরর বর্তমান ঠিকানার পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে

-সার্চ বারে নতুন ঠিকানা দিয়ে গুগলের সাজেশনে আসা ঠিকানায় ক্লিক করলেই হবে

-স্ক্রিনে ভেসে থাকা তথ্য যাচাইয়ের পর ডান লেখায় হয়ে যাবে নতুন ঠিকানা আপডেট

ডেস্কটপে যেভাবে গুগল ম্যাপে ঠিকানা পরিবর্তন করা যায়

গুগল ম্যাপস অ্যান্ড্রয়েড ও আইওএসে ঠিকানা হালনাগাদ করা খুবই সহজ। সে তুলনায় ডেস্কটপে টাইপ বেশি করতে হয়। তবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করে খুব সহজেই কাজটি সম্পন্ন করা যায়।

-পছন্দের ব্রাউজারটি ব্যবহার করে গুগল ম্যাপসকে সঠিক নির্দেশনা দেয়া

-উপরে ডান দিকে থাকা হ্যামবার্গার মেনুতে ক্লিক করতে হবে

-বর্তমান ঠিকানা খোঁজে পেতে Your places > Labeled বাছাই করতে হবে

-বর্তমান ঠিকানাটি মুছে ফেলতে এর পাশে থাকা এক্স লেখায় ক্লিক করতে হবে

Set a home address ক্লিক করতে হবে

-সার্চ বারে নতুন ঠিকানা লিখতে হবে

-গুগলের দেখানো ঠিকানাটি যাচাই করে দেখতে হবে ঠিক আছে কিনা।

আরএপি



Previous Post Next Post