বিশ্বব্যাংক হতে ১৯৩ কোটি টাকা লোন নিচ্ছে ফাইবার অ্যাট হোম

বিশ্বব্যাংক হতে দীর্ঘ মেয়াদে ১৯৩ কোটি টাকা লোন নিচ্ছে ফাইবার অ্যাট হোম।

এই লোনের সময় ১৫ বছর। এরমধ্যে প্রথম দুই বছর ফাইবার অ্যাট হোমকে কোনো মূলধন পরিশোধ করতে হবে না। দ্বিতীয় বছরে তিন মাস পরপর ইন্টারেস্ট দিতে হবে। তৃতীয় বছর হতে প্রতি তিন মাসে সমান কিস্তিতে মূলধন ও ইন্টারেস্ট দিতে হবে।

ফাইবার অ্যাট হোমের চিফ অব গভমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা আব্বাস ফারুক টেকশহর ডটকমকে জানান, এই টাকা তারা নেটওয়ার্ক সম্প্রসারণের কাজে ব্যবহার করবেন।

বিশ্বব্যাংক বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ‘ইনভেস্টমেন্ট প্রমোশনের’ অংশ হিসেবে কম ইন্টারেস্টে লোন দিয়ে থাকে। ফাইবার অ্যাট হোম এই লোনই নিচ্ছে।

সিন্ডিকেটেড এ লোনে ম্যান্ডেডেট লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে লংকান অ্যালায়েন্স ফিন্যান্স। এছাড়া রয়েছে মিডল্যান্ড ব্যাংক, লংকা বাংলা ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স, ইস্টার্ন ব্যাংক এবং ইউসিবি।

সুদের হার সরকারের ৩৬৪ দিনের ট্রেজারি বিলের সুদহার অথবা আমানতের ওপর সুদের গড় হার (ডব্লিউএআরআইডি) এর মধ্যে যেটা কম হবে, সেভাবে নির্ধারিত হবে।



Previous Post Next Post