ব্যাকআপ না থাকলেও অ্যান্ড্রয়েড থেকে ডিলিট হওয়া ছবি যেভাবে উদ্ধার হবে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ছবি আমাদের দামি স্মৃতি। স্মার্টফোন আসার সুবাদে আমরা খুব সহজেই প্রিয় মুহুর্তগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে পারি। কোন কারণে এই ছবি ডিলিট হয়ে গেলে অথবা হারিয়ে ফেললে তা অবশ্যই সুখকর কিছু নয়। ডিলিট হয়ে যাওয়া ছবিগুলো উদ্ধারে গুগল ফটোজসহ বেশিরভাগ গ্যালারি অ্যাপসে রিসাইকেল বিন অথবা ট্র্যাশ থাকে। কিন্তু দূর্ভাগ্যবশত অনেক সময় ট্র্যাশের মধ্যেও ছবি বা ভিডিও খোঁজে পাওয়া যায় না। এক্ষেত্রে আইমোবাইল ড্রয়িডকিটের মতো তৃতীয় কোন পদ্ধতি ব্যবহার করে সহজেই ডিলিট হওয়া ছবি উদ্ধার করা যায়।

গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবি গুগল ফটোজের মাধ্যমে উদ্ধার

সববধরনের অ্যান্ড্রয়েড ও ট্যাবলেটে ডিলিট হওয়া মিডিয়া নিরাপদে ডিভাইসের ভেতরেই সংরক্ষণ করতে ডিফল্ট গ্যালারি অ্যাপ গুগল ফটোজ একটি ট্র্যাশ ব্যবহার করে। এই ট্র্যাশ অফলাইন ছবিগুলো ৩০ দিনের জন্য সংরক্ষণ করে এবং ৬০দিনের জন্য আইটেমগুলো ব্যাকআপ দেয়। এই নির্দিষ্ট সময়ের পর এটি মিডিয়া ফাইলগুলো পুরোপুরি ডিলিট করে দেয়। আর এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে থাকলে ডিলিট হওয়া ফাইলগুলো এভাবে উদ্ধার করা যায়।

Techshohor Youtube

-অ্যান্ড্রয়েড ফোন অথবা ট্যাবলেটে গুগল ফটোজ ব্যবহার করা
-লাইব্রেরি মেন্যুতে প্রবেশ
-উপরের ডানদিকে ট্র্যাশ সিলেক্ট করা
-উদ্ধার করতে ইচ্ছুক ছবি অথবা ভিডিও বাছাই করা
-উপরের দিকে ডানপাশে রিস্টোর বাটনে ক্লিক করতে হবে।

গ্যালারি থেকে ডিলিট হওয়া ছবি গুগল ড্রাইভের মাধ্যমে উদ্ধার

গুগল ড্রাইভ হলো সবধরনের অ্যান্ড্রয়েড ফোনে থাকা ক্লাউড স্টোরেজ প্লাটফর্ম। এখানে ১৫জিবি ফ্রি স্পেস থাকে । মিডিয়া ফাইল ও ডকুমেন্টগুলো সংরক্ষণের জন্য এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্যতম পছন্দের প্লাটফর্ম। ডিলিট হওয়া ছবি ও ভিডিও ৩০ দিনের জন্য পুনঃসংরক্ষণ এবং চেক করার জন্য গুগল ফটোসের মতো গুগল ড্রাইভেরও একটি ট্র্যাশ রয়েছে। এই অ্যাপটিও নির্ধারিত ৩০ দিন পর এসব ফাইল একেবারে ডিলিট করে দেয়। গুগল ড্রাইভ ব্যবহার করে যেভাবে ডিলিট হওয়া ফাইল উদ্ধার করা যায়-

-অ্যান্ড্রয়েড ফোনে গুগল ড্রাইভ ওপেন করতে হবে
-উপরের বাম দিক থেকে হ্যামবার্গার মেন্যু সিলেক্ট করতে হবে
-ট্র্যাশ সিলেক্ট করতে হবে
-পুনরুদ্ধার করতে ইচ্ছুক ছবিগুলো সিলেক্ট করে উপরের ডানদিকে কেবাব মেন্যুতে (থ্রি-ডট) চাপ দিতে হবে
-এরপর রিস্টোর লেখাটি সিলেক্ট করতে হবে

ব্যাকআপ নেই পুরোপুরি ডিলিট হয়ে যাওয়া ছবি কিভাবে উদ্ধার করা যায়

অনেকসময়ই ছবি বা ভিডিওর ব্যাকআপ থাকে না অথবা ট্র্যাশে থাকার ৩০দিন পর এগুলো উদ্ধার করার কথা মনে হলো তখন কি করনীয়। এক্ষেত্রে হারিয়ে যাওয়া ছবিগুলো ফিরে পেতে তৃতীয় কোন উপায় অবলম্বন করা যায়। এক্ষেত্রে আইমোডিসের ড্রয়িডকিট হচ্ছে সব অ্যান্ড্রয়েড ফোনের সব রোগের ঔষধ। হারিয়ে ফেলা তথ্য উদ্ধার, অ্যান্ডয়েড ফোন আনলক করা ও অ্যান্ড্রয়েড সিস্টেম সারানোও যায় । এটি সহজে ব্যবহারযোগ্য ইউআই ও খুবই সহজ। প্রযুক্তি ব্যবহারে পারদর্শী নয় এমন ব্যবহারীদের জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি সহজ।

ড্রয়িডকিট ব্যবহার করে তিনভাবে ডিলিট হওয়া ডাটা ফেরত আনা যায়। কুইক রিকোভারি, ডীপ রিকোভারি এবং এসডি রিকোভারি। পরিস্থিতি অনুযায়ি এই তিনটি পদ্ধতির একটি ব্যবহার করে ডিলিট হওয়া ডাটা ফেরত আনা যায়। কুইক রিকোভারির ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোনটি রুট করার প্রয়োজন নেই। ডিলিট হওয়া ছবি খোঁজে পেতে ড্রয়িডকিট সহজেই ডিভাইসটি স্ক্যান করে নিতে পারে। যেভাবে ড্রয়িডকিট ব্যবহার করা যায়-

  • ডিভাইসে ড্রয়িডকিটটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে
  • ড্রয়িডকিট ওপেন করে ডাটা রিকভারি লেখা নিচে থেকে কুইক রিকোভারি ফ্রম ডিভাইসটি সিলেক্ট করতে হবে
  • ফোন বা ট্যাবলেট স্ক্যান করতে ডাটা টাইপ বাছাই করতে হবে। ফটো ও ভিডিওর পাশে চেকমার্ক দিয়ে স্টার্ট লেখাটিতে ক্লিক করতে হবে
  • এরপর একটি ডাটা কেবলের সাহায্যে কম্পিউটারের সাথে অ্যান্ড্রয়েড ফোনটি সংযুক্ত করতে হবে। এরপর স্টার্ট লেখায় ক্লিক করতে হবে
  • ফোন থেকে ড্রয়িডকিট ডিলিট হওয়া ফাইলগুলো খোঁজে নিবে। প্রিভিউ ফাইলগুলো চেক করে অ্যান্ড্রয়েড গ্যালারি থেকে পুনরায় উদ্ধার করতে চাওয়া ছবি সিলেক্ট করতে টু ডিভাইস লেখায় ক্লিক করতে হবে।
  • সিলেক্ট করা ছবি পুনরুদ্ধারে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে টু ডিভাইস লেখায় ক্লিক করতে হবে। আর ডেস্কটপ থেকে উদ্ধারের জন্য টু পিসি লেখায় ক্লিক করতে হবে।
  • এরপর ছবি ঠিকমতো ডাটা কেবল দিয়ে যাচ্ছে কিনা খেয়াল করতে হবে। পরিশেষে সেভ বাটনে ক্লিক করলেই ছবিগুলো সেভ হয়ে যাবে

ইন্টারনেট/আরএপি



Previous Post Next Post