টেকশহর কনটেন্ট কাউন্সিলর : নিজস্বতাকে ধরে রেখে স্বাধীনভাবে কাজ করার জন্যেই মুলত শুরু হয় লোকজ-র পথচলা। ঐতিহ্য রক্ষায় বদ্ধ পরিকর উদ্যোক্তা মারুফা রহমান তিথি।
একদম শুরুতে তিনি ঐতিহ্য নিয়ে কাজ করবার গুরুত্বকে প্রকাশ করবার জন্য উদ্যোগের নাম রাখেন ঐতিহ্যের খোঁজে । পরে একজন বন্ধুর পরামর্শে জানলেন যে ছোট নাম অনেক বেশি কার্যকর। তখন চলল গবেষণা । সেই গবেষণার ফলাফল মিলল ‘ লোকজ ‘ এই নামের মাধ্যমে।
কেন লোকজ এই নাম ? কেন ঐতিহ্য যুক্ত হল – এমন প্রশ্নে তিথি জানালেন, তিনি সবসময় স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করতেন, নিজে কিছু করবেন সেই ভাবনা তো ছিলো ই । বরাবর ছিলেন দেশের ঐতিহ্যপ্রেমী । সবসময় দেশীয় পণ্যের দিকে ঝুঁকে ছিলেন। উপহার দিতে এবং নিজের জন্য কিনতে গেলে তিথি সবসময় দেশীয় পণ্য বেছে নিতেন। তাই নিজের উদ্যোগের জন্যও বেছে নিলেন ঐতিহ্যময় পণ্য।
চমৎকার করে জানিয়ে দিলেন ঐতিহ্য বলতে কি বুঝেন তিথি।
শতরঞ্জী , জামদানী , পাটপণ্য ইত্যাদির পসরা আছে লোকজে। বিভিন্ন দামের , বিভিন্ন রকম পণ্য আছে তার কাছে। শুরু করেছেন ৩ হাজার টাকা নিয়ে । পরে ৩০ হাজার টাকার পণ্য তোলেন ।
পণ্য বিক্রির প্রথম ক্রেতা ছিলেন তিথির একজন খালা, ৫০০ টাকার পাটপণ্য কেনেন , তারপর থেকেই চলছে কেনাকাটা হরদম। তবে সেদিনের অনুভুতি ছিল ভিন্ন রকম। ছোট বেলা থেকে এই খালার অনুপ্রেরণার গল্প জানালেন কথায় কথায়। বললেন, স্বপ্নের দরজা যেন খুলে গেলো ।
বছরের টার্গেট পুরন করতে পারবেন ? এমন প্রশ্নে বলিষ্ঠ গলায় জানালেন তিথি পিছিয়ে যাবেন না ।
ডেলিভারি এবং পেমেন্ট সিস্টেম ক্লায়েন্টদের পছন্দ অনুযায়ী করেন লোকজের মারুফা তিথি ।
উদ্যোগের অভিজ্ঞতা শেয়ার করছিলেন তিথি , কাস্টমারের আস্থা অর্জনের গল্প বলতে গিয়ে জানালেন স্বামীর সহযোগিতার কথা ।প্রতিযোগিতা হ্যান্ডেল করার কথা জানাতে গিয়ে জানালেন , তিথি একা দেশীয় পণ্য সারা দেশে ছড়িয়ে দিতে পারবেন না । সকলের কাছে দেশের পণ্য পৌছাতে হলে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
ধার্মিক বাবা মায়ের অকুন্ঠ সমর্থনের সাথে স্বামী এবং শাশুড়ির আস্থার বাক্য তাকে অনুপ্রাণিত করে, করে উজ্জীবিত । ভিডিও তে দেখুন পুরো গল্প।