প্রত্যাশা ভঙ্গ হতে পারে আইফোন ১৫ গ্রাহকদের

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: অ্যাপলের আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসবে আর কিছু দিনের মধ্যেই। বলা হচ্ছে নতুন এই মডেলটি আগেরগুলোর তুলনায় দ্রুতগতির, বাঁকানো ও আরো দামি হবে। দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতাই ভেবেছিলেন তারা সাধারন দামের স্ট্যান্ডার্ড আইফোন ১৫ কিনবেন। তাদের প্রত্যাশা এবারের আইফোন ১৫ সিরিজের সাশ্রয়ী মূল্যের ডিভাইসে হাই রিফ্রেশ রেট (এইচআরআর) প্যানেল থাকবে। কিন্তু সেখানে তাদের জন্য ধাক্কা অপেক্ষা করছে। কারণ এবারও কমদামের আইফোনগুলোয় এইচআরআর প্যানেল থাকছে না।

ইউয়েক্স ১১২২ এর ফাঁসকৃত তথ্য অনুযায়ী, প্রথাগত নিয়ম ভেঙ্গে আবারো প্রমোশন ১২০এইচজেড ডিসপ্লে, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এক্সক্লুসিভ তৈরি করছে অ্যাপল। অন্যান্য কোম্পানিগুলো তাদের সাশ্রয়ী মূল্যের হাই রিফ্রেশ রেট (এইচআরআর) প্যানেল ব্যবহার করলেও অ্যাপল তা করছে না। যদিও গ্রাহকদের এবার এমনটাই প্রত্যাশা ছিলো। এ নিয়ে পরপর তিন বছর ধরে শুধুমাত্র সবচেয়ে দামি আইফোনগুলোর জন্যই হাই রিফ্রেশ রেট (এইচআরআর) প্যানেল ব্যবহার করছে। আর এ বিষয়টি ক্রমে অন্যায্য হিসেবে দেখা হচ্ছে।

এইচআরআর প্যানেল ডিসপ্লেগুলো সাধারনত ৬০এইচজেড প্যানেলের তুলনায় দ্বিগুন রিফ্রেশ করতে পারে, এর এনিমেশনগুলো আরো মসৃণ হয়। এছাড়া টাচ স্যাম্পলিং রেটে কোন পরিবর্তন না হওয়া সত্ত্বেও টাচ খুব দ্রুত কাজ করে। এই এইচআরআর প্যানেল খুব দ্রুত অন্যান্য কোম্পানিগুলোও ব্যবহার করছে। স্যামসাংয়ের ২৯৯ ডলারের গ্যালাক্সি এম৩৩ ও রিয়েলমির ১৯৯ ডলারের নারজো ৫০ এ ১২০এইচজেড ব্যবহার করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে অ্যাপলই তাদের এক হাজার ডলার মূল্যমানের আইফোনে ১২০এইচজেড ‘প্রমোশন’ ডিসপ্লে ব্যবহার সীমাবদ্ধ রেখেছে। এর কারণ দুটি ব্যবহার ও মার্কেটিং।

ব্যবহারের দিক থেকে বলা যায় অ্যাপল প্রমোশন ডিভাইসগুলোর জন্যই শুধু এলটিপিও প্যানেল ব্যবহার করে। এর কারণ ১২০এইচজেড প্যানেল ব্যবহার করলে দ্রুত ব্যাটারির আয়ুষ্কাল কমে যায়; যা কমদামি ১২০এইচজেড ফোনগুলোয় ব্যবহার করা হয়। অন্যদিকে এলটিপিও প্যানেলে রয়েছে পরিবর্তনশীল রিফ্রেশ রেট; যা স্ক্রিন স্থির অবস্থায় ব্যাটারি খরচ কমাতে ১এইচজেড পর্যন্ত কমে যেতে পারে।

অবশ্য এর মানে সব সস্তা ১২০এইচজেড ফোনের ব্যাটারির আয়ুষ্কাল কম হবে এমন নয়। তবে অ্যাপল এর প্রিমিয়াম বাস্তবায়নই পছন্দ করে। শুধুমাত্র অ্যাপলই এলটিপিও প্যানেলসহ তাদের অলওয়েজ অন ডিসপ্লে ব্যবহার করে থাকে। তাই ধারণা করা হচ্ছে অ্যপলের আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেলে এবারও এই বেসিক ফিচারটি থাকছে না।

সব মডেলে ১২০এইচজেড প্যানেল ব্যবহার না করার আরেকটি কারণ মার্কেটিং। আর এ সমস্যাটি অ্যাপলের নিজেরই তৈরি করা। বর্তমানে প্রোমোশন শুধুমাত্র ম্যাকবুক প্রো, আইপ্যাড ও আইফোন প্রোর মতো প্রো-ব্র্যান্ডের পণ্যের জন্য ব্যবহার করে অ্যাপল। এ কারণে প্রমোশনকে রিব্রান্ডিং করা হলে তা ক্রেতাদের বিভ্রান্ত করবে।

ইউয়েক্স ১১২২ আরো জানিয়েছে, আগামি দুই থেকে তিন বছরের মধ্যে টাচ আইডি নিয়ে আসবে।

ফোর্বস/আরএপি



from টেক শহর https://ift.tt/yinDeEb
Previous Post Next Post