বিস্ফোরণের শঙ্কায় বাজার থেকে ব্যাটারি ফেরত নিচ্ছে অ্যাঙ্কর

আজকাল অনেক আধুনিক ইলেক্ট্রিক সরঞ্জামে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। অন্যান্য ব্যাটারির চেয়ে এটি অনেকটাই নিরাপদ। তবে নির্মাণে ত্রুটি অথবা অন্য কোন কারণে এই লিথিয়াম ব্যাটারিতেও আগুন লেগে যেতে পারে, ঘটতে পারে বিস্ফোরণও। আর এমনই কারণ দেখিয়ে বাজার থেকে নিজেদের তৈরি কিছু লিথিয়াম ব্যাটারি তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাক্সেসরিস নির্মাতা কোম্পানি অ্যাঙ্কর।

চলতি বছরের শুরুর দিকে কিছু অ্যাঙ্কর ৫৩৫ পাওয়ার ব্যাংক প্রত্যাহার করতে থাকে অ্যাঙ্কর। ব্যাটারির পেছনে পরীক্ষা করে দেখা হয় এটি ত্রুটিপূর্ণ মডেলটি কিনা। মূলত ৫৩৫ পাওয়ার ব্যাংক ও এ১৩৬৬ মডেলগুলোই বাজার থেকে তুলে নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে। পূর্বের এক ঘোষণায় বলা হয়েছে, ‘অল্প কিছু অ্যাঙ্কর ৫৩৫ পাওয়ার ব্যাংকে’ সমস্যা দেখা গিয়েছে। এই ব্যাটারিগুলো অতিরিক্ত গরম হযে যায় এবং আগুন লেগে যাওয়ার ঝুঁকি রয়েছে।

ক্রেতাদেরকে সমস্যাটির বিষয়ে জানাতে অ্যঙ্করের সাথে কাজ করছে ইউনাইটেড স্টেটস কনজিউমার প্রোডাক্ট সেফটি ডিভিশন (সিপিএসসি)। সিপিএসসির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া প্রায় ৪২ হাজার ব্যাটারিতে এ সমস্যা হতে পারে। এছাড়া কানাডাতে সমস্যাযুক্ত ৬২০টি ব্যাটারি বিক্রি করা হয়েছে। অ্যাঙ্করের পক্ষ থেকে সিপিএসসিকে বলা হয়েছে, ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে এমন দশটি অভিযোগ তাদের কাছে এসেছে, এরমধ্যে ব্যাটারির কারণে একজন সামান্য আহতও হয়েছেন।

অ্যাঙ্কার জানিয়েছে, যদি কোন ক্রেতার কাছে ত্রুটিপূর্ণ ব্যাটারিটি থাকে তাহলে তা ফেরত দিয়ে লিথিয়াম ব্যাটারি নেয়ার অনুরোধ করা হয়েছে।

ইন্টারনেট/আরএপি


Previous Post Next Post