নতুন এআই কোম্পানি চালু করলেন মাস্ক!

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে কাজ করার জন্য নতুন কোম্পানি চালু করেছেন অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ইলন মাস্ক। এআই পরিচালিত কোম্পানি চ্যাটজিপিটিকে টেক্কা দিতেই এক্সএআই নামের কোম্পানিটি তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।

ইলন মাস্কের এআই কোম্পানি এক্সআই একটি ওয়েবসাইট উন্মোচন করেছে এবং এক ডজন কর্মীর একটি টিম তৈরি করেছে। ওয়েবসাইটটিতে বলা হয়েছে, ‘ লক্ষ্য এগিয়ে নিতে টুইটার, টেসলাসহ আমাদের অন্যান্য কোম্পানির সাথে নিরিঢ়ভাবে কাজ করা হবে।’

ওয়েবসাইটটিতে আরো বলা হয়েছে, ‘জাগতিক বিশ্বের প্রকৃত সত্যি বুঝাই এক্সআইয়ের লক্ষ্য। এর আগে এআই নিয়ে নিজের উচ্চাঙ্খার কথা এভাবেই প্রকাশ করেছিলেন ইলন মাস্ক।’ চ্যাটজিপিটির উদ্ভাবক কোম্পানি ওপেনএআইয়ের শুরুর দিকের সমর্থক ছিলেন মাস্ক। কিন্তু পরবর্তীতে তুমুল জনপ্রিয় হয়ে উঠা চ্যাটবটটিকে পক্ষপাতদুষ্ট অথবা যৌনতাবাদী প্রতিক্রিয়া থেকে সুরক্ষা প্রদানের জন্য এর সমালোচনা করেন মাস্ক। পরবর্তীতে এপ্রিলে ফক্স নিউজকে নতুন এআই ভেঞ্চার চালুর পরিকল্পনা সম্পর্কে জানান। তিনি বলেন, ‘ আমরা এমন কিছু চালু করতে যাচ্ছি যাকে আমরা ট্রুথজিপিটি বলতে পারি। এটি হবে সর্বোচ্চ সত্য সন্ধানী এআই যা হবে মহাবিশ্বকে বোঝার বিষয়ে যত্মশীল।’

Techshohor Youtube

তবে একটি সাক্ষাতকারে এআই নিয়ে সতর্ক করে মাস্ক বলেছিলেন ‘এআই সভ্যতাকে ধ্বংস করবে।’ শুধু তাই নয় ‘নিয়ন্ত্রনের বাইরে’ চলে যাওয়া এআই নিয়ে প্রতিযোগিতা থামাতে বিশ্ব নেতাদের আহ্বানেও যোগ দেন মাস্ক। তার এসব সমালোচনার কয়েকমাস পরেই নতুন এআই কোম্পানি খুললেন মাস্ক।

ইলন মাস্কের এআই কোম্পানিতে এখন কর্মী নিয়োগ চলছে বলেই ওয়েবসাইটে পাওয়া তথ্যে জানা গিয়েছে।

সিএনএন/আরএপি



from টেক শহর https://ift.tt/5lH6uJB
Previous Post Next Post