ঈদ ঢকর বইর লখ মবইল গরহক

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদুল আজহার ছুটি শুরুর পর ঈদের আগের দিন পর্যন্ত ৫০ লাখ ৪৭ হাজার ২৩ জন মোবাইল গ্রাহক ঢাকা ছেড়েছেন।

এই সময়ে ঢাকাতে ঢুকেছেন ১৫ লাখ ১১ হাজার ৮৫ জন গ্রাহক।

এবার ঈদের ছুটি শুরু হয় ২৭ জুন হতে। ঢাকার বাইরে যাওয়া চার মোবাইল ফোন অপারেটরের গ্রাহকদের মধ্যে গ্রামীণফোনের ১৯ লাখ ৯৩ হাজার ৪৯৩ জন, রবির ১০ লাখ ৬৬ হাজার ১১৫ জন, বাংলালিংকের ১৭ লাখ ৮৭ হাজার ৯৮৮ জন এবং টেলিটকের ১ লাখ ৯৯ হাজার ৪২৭ জন ।

Techshohor Youtube

আর ঢাকার আসার মধ্যে গ্রামীণফোনের রয়েছে ৩ লাখ ৬১ হাজার ৩১১ জন, রবির ২ লাখ ৯ হাজার ৩৬২ জন, বাংলালিংকের ৮ লাখ ১৪ হাজার ৯৭৫ জন এবং টেলিটকের ১ লাখ ২৫ হাজার ৪৩৭ জন গ্রাহক রয়েছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই গ্রাহক বা সিম মুভমেন্টের হিসাব নিশ্চিত করেছেন।



from টেক শহর https://ift.tt/O2sydBc
নবীনতর পূর্বতন