টেকশহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের আইফোনে এমন অনেক ফিচার রয়েছে যা ফোনটির ব্যবহারকারীরা নিজেও জানে না। এমনই কিছু ফিচার রয়েছে যা তরুন থেকে বৃদ্ধ অ্যাপলের সব ব্যবহারকারীই পছন্দ করবে।
সাইলেন্স আননোন কলারস
আপনি যদি অপরিচিত অথবা স্প্যামারদের ফোনকলে রীতিমতো অতিষ্ট হয়ে পড়েন তাহলে এগুলো পুরোপুরি বন্ধ করার সুযোগ রয়েছে। এজন্য সেটিংস ওপেন করে ‘ফোন’ লেখায় চাপ দিতে হবে। এরপর স্ক্রল করে নিচের দিকে নেমে ‘সাইলেন্স আননোন কলারস’ লেখায় চাপ দিতে হবে। এই অপশনটি চালু করার পর কনটাক্টে সেভ করা নেই এমন নম্বর থেকে কল আসলে কোন রিং না হয়ে সোজা ভয়েসমেইলে চলে যাবে। আইফোনটি আনলক অবস্থায় থাকলে কলটির সাইলেন্ট নোটিফিকেশন পাওয়া যাবে।
কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করা
কন্ট্রোল সেন্ট্রালের মাধ্যমে দ্রুত মিডিয়া প্লেব্যাক কন্ট্রোলে যাওয়া যায়। এছাড়াও সিস্টেম ভলিউম, ওয়াই-ফাই সেটিংস, স্ক্রিনের ব্রাইটনেসসহ আরো অনেক কাজ করা যায়। এজন্য ফেইসআইডিসহ ফোনগুলোয় উপরের ডান কোন থেকে নিচের দিকে সোয়াইপ করতে হবে এবং হোম বাটনসহ আইফোনগুলিতে স্ক্রিনের নিচের প্রান্ত থেকে উপরের দিকে সোয়াইপ করতে হবে।
কন্ট্রোল সেন্টারে শর্টকাট বাটনের একটি কাস্টমাইজএবল স্লেট রয়েছে; যা প্রয়োজন অনুযায়ি পরিবর্তন করা যাবে। কন্ট্রোল সেন্টার কাস্টমাইজ করার জন্য সেটিংস ওপেন করে ‘কন্ট্রোল সেন্টার’ লেখায় চাপ দিতে হবে। এখানে পরবর্তীতে ফ্লাশলাইট, টাইমার, ক্যালকুলেটর, লো পাওয়ার মুড, অ্যাপল টিভি রিমোটসহ আরো অনেক ফাংশন ইচ্ছেমতো মুছে ফেলা বা যোগ করা যাবে।
ডু নট ডিস্টার্ব
যখন আপনি একেবারে নিরিবিলি ও শান্ত পরিবেশে থাকতে চান তখন সবধরনের নোটিফিকেশন বন্ধ করার এটি একটি চমৎকার উপায়। এটিকে স্বয়ংক্রিয়ভাবে টার্ন অফ বা টার্ন অন সেট করে নেয়া যায়। অথবা এটি ম্যানুয়ালি করার জন্য সেটিংস থেকে ফোকাস অথবা কন্ট্রোল সেন্টার ব্যবহার করতে হবে। এই সিস্টেম চালু হওয়ার পর আইফোনে কল আসলে কোন রিং বাজবে না বা ভাইব্রেশন হবে না এবং কোন ধরনের নোটিফিকেশনও শোনা যাবে না। আবার কন্ট্রোল সেন্টার ব্যবহার করে খুব দ্রুত ডু নট ডিস্টার্ব মোড অফ করা যায়।
এয়ারড্রপের মাধ্যমে ফটো ও ভিডিও শেয়ার করা
এয়ারড্রপের মাধ্যমে আইফোন থেকে কাছাকাছি থাকা অ্যাপলের যে কোন ডিভাইসে খুব সহজে ছবি, ভিডিওসহ অন্যান্য ফাইল শেয়ার করা যায়। ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে এটি কাজ করে। শেয়ার মেন্যুতে এয়ারড্রপ অপশনটি পাওয়া যাবে। এটি ব্যবহার করতে হলে শেয়ার শিট ওপেন করে এয়ারড্রপ আইকন সিলেক্ট করতে হবে। আইকনটি দেখতে কাটাযুক্ত ঘনকেন্দ্রিক বৃত্তের মতো। এরপর কোন ফাইলটি শেয়ার করতে ইচ্ছুক তা বাছাই করতে হবে । এরপর ফাইলটি তারবিহীনভাবেই অন্য ডিভাইসে পৌছে যাবে।
লো পাওয়ার মুড চালু করা
ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে লো পাওয়ার মুড চালু করা যায়। এই ফিচারটি চালু করার সাথে সাথে আইফোনের ব্যাকগ্রাউন্ডের কাজ কমে যায়, স্ক্রিন ব্রাইটনেস কমে যায় এবং ফোনটি নিষ্ক্রিয় থাকা অবস্থায় তা দ্রুত অন্ধকার হয়ে যায়। এজন্য সেটিংস থেকে ‘ব্যাটারি’ লেখায় যেতে হবে এবং ‘লো পাওয়ার মুড’ চালু করতে হবে।
পার্সোনাল অ্যাসিসট্যান্ট সিরি
সিরি হচ্ছে অ্যাপলের ডিভাইসগুলোর ব্যবহারকারীর পার্সোনাল অ্যাসিসট্যান্ট। ফিচারটি ব্যবহার করতে হলে ফেইস আইডিযুক্ত আইফোনে সাইড বাটনটি ধরে রাখতে হবে (টাচ আইডির আইফোনে হোম বাটন) । এরপর প্রয়োজনীয় জিনিসটি উচ্চস্বরে বলতে হবে। অথবা যে কোন মসয় ‘হাই সিরি’ এ কথাটি উচ্চারন করলেই এটি অ্যাক্টিভেট হয়ে যাবে।
ম্যাসেজ পাঠানো, গান বাজানো, কল করা, অ্যালার্ম দেয়ার মতো নানা কাজ ব্যবহারকারীরর নির্দেশনা অনুযায়ি করে দেয় সিরি। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্নের উত্তরও দিতে পারে সিরি।
স্ক্রিনশট নেয়া
আইফোনের স্ক্রিনে যেমনটি দেখা যাচ্ছে ঠিক তেমনি পেতে চাইলে স্ক্রিনশট নিতে হবে। কিভাবে স্ক্রিনশট নিতে হবে তা নির্ভর করছে আইফোনটির ধরনের ওপর। হোম বাটনের আইফোনের ক্ষেত্রে হোম এবং স্লিপ বাটন একত্রে চাপ দিতে হবে। আর ফেস আইডির আইফোনের ক্ষেত্রে সাইড বাটন এবং ভলিউম আপ বাটন একসাথে চাপ দিতে হবে।
ফ্যামিলি শেয়ারিং
পরিবারের একাধিক সদস্য অ্যাপল ডিভাইস ব্যবহার করলে ফ্যামিলি শেয়ারিং অ্যাপটির সুবিধা নেয়া যায়। এই অ্যাপের মাধ্যমে পরিবারের সদস্যের সাথে একত্রে গান এবং চলচিত্র কেনা যায়। ফলে দেখা যায় একই পরিবারের মধ্যে একই ধরনের পণ্য একবারের বেশি ক্রয়ের প্রয়োজন নেই। ফিচারটি ব্যবহার করতে হলে সেটিংস ওপেন করে অ্যাপল আইডি থেকে ফ্যামিলি শেয়ারিং এ যেয়ে সেখানে থাকা নির্দেশনাবলী মানতে হবে। এটি সেট হয়ে গেলে অ্যাপ স্টোরে শেয়ার করা কনটেন্ট পরিবারে অ্যাপল ডিভাইস ব্যবহারকারী অন্যান্যরাও তা দেখতে পাবেন।
অ্যাপল পে
ভুলে ক্রেডিট ও ডেবিট কার্ড বাসায় রেখে কেনাকাটা করতে আসলে অ্যাপল পে অ্যাপ ব্যবহার করে সহজেই কেনাকাটা করা যায়। এজন্য ওয়ালেট অ্যাপ ওপেন করে ক্রেডিট অথবা ডেবিট কার্ড যুক্ত করতে সাইড থেকে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। দোকানের এনএফসি পে টার্মিনাল থেকে আইফোনের মাধ্যমে এটি ব্যবহার করা যায়।
আরএপি
from টেক শহর https://ift.tt/nVrK49H