টুইটারের মূল্যমানে ধ্বস নেমেছে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: চলমান অস্থিতিশীলতার কারণে সামাজিক যোগাযোগ প্লাটফর্ম টুইটারের মূল্যমান কমে গিয়েছে। এমন তথ্য জানিয়েছে ফাইডেলিটি ব্লু চিপ গ্রোথ ফান্ড। বিনিয়োগ বিষয়ক প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে অক্টোবরে ইলন মাস্ক যখন কোম্পানিটি কিনে নেন তখনকার তুলনায় টুইটারের মূল্যমান কমে বর্তমানে মাত্র এক- তৃতীয়াংশে দাঁড়াতে পারে।

মাসিক বিবরণীতে ব্লু চিপ গ্রোথ ফান্ড জানিয়েছে, এপ্রিলের শেষ নাগাদ টুইটারের মূল্যমান দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৫ মিলিয়ন ডলার। অক্টোবরে যখন মাস্ক কোম্পানিটি অধিগ্রহন চুক্তি চূড়ান্ত করেন তখন এর মূল্যমান ছিলো ১৯ দশমিক ৬৬ মিলিয়ন ডলার। পরিবর্তিত মূল্য সংশোধনের পর টুইটারের সার্বিক মূল্যমান মাত্র ১৫ বিলিয়ন ডলার হতে পারে; যেখানে মাস্ক ৪৪ বিলিয়ন ডলার মূল্যমানে কোম্পানিটি কিনেছিলেন।

ফাইডেলিটি কিভাবে এই মূল্যায়নে পৌঁছুলো সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয় নি। তবে ধারণা করা হচ্ছে মাস্কের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে সৃষ্ট জনঅসন্তোষের প্রভাব এটি। মাস্ক টুইটারের দায়িত্ব নেয়ার পর তিনি কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাই করেছেন, বেশিরভাগ বিজ্ঞাপনদাতা হারিয়েছেন এবং এতোদিন ধরে চলে আসা ভেরিফিকেশন প্রক্রিয়া বাতিল করে পেইড সাবসক্রিপশন ব্যবস্থা চালু করেছেন।

Techshohor Youtube

ফাইডেলিটি কয়েকবার টুইটারের মূল্যমান কমিয়েছে। এরমধ্যে নভেম্বরে কোম্পানিটির মূল্যমান ছিলো ৮ দশমিক ৬৩ মিলিয়ন ডলার এবং জানুয়ারিতে ৭ দশমিক ৮ মিলিয়ন ডলার। সর্বশেষ ২৮ এপ্রিল টুইটারের মূল্যমানটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। ফলে এখানে টুইটারের নের্তৃত্বে সাম্প্রতিক পরিবর্তনের কোন প্রভাব পড়ে নি।

চলতি মাসের শুরুর দিকে টুইটারের সিইও হিসেবে এনবিসিইউনিভার্সালের সাবেক নির্বাহি পরিচালক লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেছেন। তবে মাস্ক কোম্পানিটির নির্বাহি চেয়ারম্যান এবং প্রধান টেকনোলজি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালণ করবেন বলে জানিয়েছেন।



from টেক শহর https://ift.tt/Qyz9DVX
Previous Post Next Post