অনলাইনে লাইসেন্স দেবে বিটিআরসি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : লাইসেন্সের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অফিসে ঘুরতে হবে না সেবা গ্রহীতাদের।

নিয়ন্ত্রণ সংস্থাটি তার অধীনস্থ বিভিন্ন ব্যবস্থা খাতের লাইসেন্স এখন হতে অনলাইনেই দেবে। এতে একজন সেবা গ্রহীতা অনলাইনে আবেদন, কাগজপত্র দাখিল করা হতে শুরু করে লাইসেন্সও পাবেন।

বিটিআরসি বলছে, কমিশনের সেবা সহজীকরণ বা ডিজিটাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

Techshohor Youtube

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেকশহর ডটকমকে বলেন, জনগণের হাতের কাছে সহজে সেবা পৌঁছে দিতে সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন তাঁরা।

ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু করেছে বিটিআরসি। লাইসেন্স ইস্যুয়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এলআইএমএস) নামে এই পদ্ধতি এর মাধ্যমে লাইসেন্স প্রত্যাশীদের প্রথমে ওটিপি বা মেইলের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ড্যাশবোর্ডে গিয়ে ধাপে ধাপে আবেদন করতে হবে।

আবেদন করা যাবে আইএসপি, বিপিও বা কলসেন্টার, নিক্স, ভিস্যাট, আইপিটিএসপি, টিভ্যাস, ভিটিএস, এনটিটিএনসহ বিভিন্ন খাতের লাইসেন্সের জন্য।

আবেদনের বিস্তারিত ব্যবহার নির্দেশনা জানা যাবে এখানে



from টেক শহর https://ift.tt/9yvCbBL
Previous Post Next Post