টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ইন্টারনেটের সুবিশাল দুনিয়ায় হাতে গোনা মাত্র কয়েকটি ওয়েবসাইট রাজত্ব করছে। ইউটিউব এবং ফেসবুকের মতো প্লাটফর্মগুলো কোটি কোটি ব্যবহারকারীকে ধরে রাখে এবং আমাদের অনলাইন অভিজ্ঞতাকে আরো পোক্ত করে তুলে। তবে কখনো কখনো উদ্ভাবনের নতুন ঢেউ এই তালিকাকে নাড়িয়ে দিয়ে যায়।
বর্তমানে এমন একটি নতুন উদ্ভাবন হচ্ছে জেনারেটিভ এআই) ব্যবহারকারীরর সংখ্যার দিক থেকে সেরা ২৫টি ওয়েবসাইটের একটি তালিকা তৈরি করেছে সিমিলারওয়েব নামের একটি কোম্পানি।
ইন্টারনেট হেভি ওয়েটগুলোর তালিকা-
বিগত বছরগুলোর মতো আলফাবেট ও ফেসবুক সেরা ২৫ ওয়েবসাইটের তালিকায় বেশ ভালো অবস্থানে রয়েছে। গুগল, ইউটিউব,ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ মিলে ২৫ সেরা ওয়েবসাইটের তালিকায় তিন-চতর্থাশ জায়গা দখল করে নিয়েছে । তালিকায় সর্বোচ্চ অবস্থানে থাকা গুগলের মাসে মোট ব্যবহারকারীরর সংখ্যা ৮৩ দশমিক ৯ বিলিয়ন ।
এরপর ৩২ দশমিক ৭ বিলিয়ন ব্যবহাকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউটিউব। তালিকায় একেবারে শেষে রয়েছে সার্চ ইঞ্জিণ বিং। তালিকায় থাকা বেশিরভাগ ওয়েবসাইট যুক্তরাষ্ট্রভিত্তিক। তবে কিছু এর বাইরেও রয়েছে। যেমন-বাইদু (চীন) এবং ইয়ান ডেক্স।
জেনারেটিভ এআইয়ের জয়জয়কার এক বছর আগেও বিশে^র শীর্ষ ওয়েবসাইটগুলোর একটি ছিলে বিং। অন্যদিকে মাইক্রোসফট জেনারেটিভ এআই থেকে অনেক সুবিধা পেয়েছে। সার্চ ইঞ্জিণ বিভাগে এতোদিন দৃঢ় আধিপত্য ধরে রাখা গুগলের বৈধ প্রতিদ্ব›দ্বী করে তুলেছে মাইক্রোসফটকে।
তবে সবকিছু ছাপিয়ে এ বছর সবচেয়ে স্মরনীয় উত্থান হয়েছে চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআইয়ের। গত বছর যেখানে কোম্পানিটির প্রতি মাসে ব্যবহারকারীরর সংখ্যা ছিলো ২০ মিলিয়ন; এ বছর তা একেবারে ১ দশমিক ৮ বিলিয়নে পৌঁছে গিয়েছে।
সবচেয়ে মজার বিষয় হলো ওপেনএআইয়ের ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা এতো দ্রুত বাড়ছে যে তা খুব শিগগিরই টিকটক ও আমাজনের মতো জায়ান্টদের ছাড়িয়ে যাবে।
from টেক শহর https://ift.tt/428tAgx