এআই প্রযুক্তি নিয়ে সতর্ক করলেন ওয়াটারগেট কেলেঙ্কারির দুই সাংবাদিক

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক কার্ল বার্নস্টেইন। তিনি বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, এআই একটি ‘বিশাল শক্তি’; যা সাংবাদিকতার ভবিষ্যতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁস ও ১৯৭২ সালে প্রেসিডেন্ট নিক্সনের পতনের ঘটনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন কার্ল বার্নস্টেইন ও তার সহকর্মী বব উডওয়ার্ড। এআই প্রযুক্তিকে ঘিরে কর্মী ছাঁটাই, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিবিসির সাংবাদিক আমূল রাজনকে দেয়া এক সাক্ষাতকারে এআই প্রযুক্তি নিয়ে নানা শঙ্কার কথা বলেন বার্নস্টেইন। যুক্তরাষ্ট্রের গবেষণাধর্মী কোম্পানি ওপেনএআইয়ের তৈরি এআই প্রযুক্তিচালিত চ্যাটজিপিটি পুরো বিশ্বে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রবীন দুই সাংবাদিক সম্পর্কে চ্যাটজিপিটি কি বলেছে তা পড়ে শোনান রাজন। চ্যাটজিপিটি যা লিখেছে তার সারমর্ম হলো ‘একটি নতুন প্রজন্মকে সাংবাদিকতায় উদ্বুদ্ধ করেছিল এবং তারা অনুসন্ধানী প্রতিবেদনের একটি নতুন মানদন্ড তৈরি করেছেন।’

Techshohor Youtube

বার্নস্টেইন বলেছেন এই মন্তব্য তাকে খুব বেশি আকৃষ্ট করে নি কারণ এতোদিন বিভিন্ন জায়গায় তাদের সম্পর্কে যে লেখা বেরিয়েছে এটি তারই সংমিশ্রন। বরং তিনি বলেছেন, ‘এআই একটি বিশাল শক্তি যার বিরুদ্ধে পৃথিবীকে লড়াই করতে হবে।’ সাংবাদিকরা এআইয়ের সীমাবদ্ধতাগুলো সম্পর্কেও আলোচনা করেন।

উডওয়ার্ড বলেছেন, ‘আমি পেন্টাগনে ফোন দিয়ে বলতে পারবো আমি জয়েন্ট চিফসের চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। তিনি হয়তো আমার সাথে কথা বলবেন অথবা বলবেন না। এআই কিন্তু এ কাজ করতে পারবে না।’

বিবিসি/আরএপি



from টেক শহর https://ift.tt/jnGIduA
Previous Post Next Post