টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ব্যবহারকারীদেরকে বিনামূল্যে ‘ভেরিফায়েড’ চেকমার্ক দেয়ার সুবিধা বন্ধ করতে যাচ্ছে টুইটার। এখন থেকে বছরে ৮৪ ডলার অথবা মাসে আট ডলার সাবসক্রিপশন ফি পরিশোধ না করলে অ্যাকাউন্টের পাশে নীল রংয়ের এই চিহ্ন আর পাবেন না ব্যবহারকারীরা। আগামি পহেলা এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সরকারি কর্মকর্তা, করপোরেশন, সাংবাদিক, সেলিব্রেটিসহ অন্যান্য হাই-প্রোফাইল টুইটার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বীকৃতি হিসেবে এই টিকমার্ক দেয়া হয়। কিন্তু ইলন মাস্ক টুইটার কেনার পর থেকেই এই চেকমার্ক না রাখার হুমকি দিয়ে আসছেন। সম্প্রতি এ নিয়ে মাস্ক বলেছেন, ‘পহেলা এপ্রিল থেকে আমরা লিগ্যাসি প্রোগ্রাম ও লিগ্যাসি ভেরিফায়েড চেমকার্ম বন্ধ করে দিচ্ছি।
টুইটার জানিয়েছে, এপ্রিল ফুল দিবসে এই নীতিমালা কার্যকর হবে। অবশ্য এপ্রিলের প্রথম দিনে কোন কিছু নিয়ে মজা করার জন্য মাস্ক সুপরিচিত। ২০১৮ সালে মাস্ক এক টুইটারে মিথ্যে করে বলেছিলেন তার ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা দেউলিয়া হয়ে গিয়েছে। এবারেও মাস্ক মজা করছেন কিনা তা নির্দিষ্ট সময় আসলেই বোঝা যাবে।
তবে এ বিষয়টি নিয়ে কোম্পানির টুইট করা অব্যাহত রয়েছে। এক টুইটবার্তায় কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্লু চেকমার্কটি ধরে রাখতে টুইটার ব্লুতে সাইন আপ করতে হবে।’
উল্লেখ্য, টুইটার ব্লু একটি সাবসক্রিপশন সার্ভিস। গত বছরের শেষের দিকে এ ব্যবস্থা চালু করেন মাস্ক। ব্লু চেকমার্কের জন্য বছরে ৮৪ ডলার অথবা মাসে আট ডলার করে পরিশোধ করতে হবে। এখান থেকে পাওয়া ফি টুইটারের আয় বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। কারণ বর্তমানে টুইটারের সব আয় বিজ্ঞাপন থেকে আসে।
এদিকে টুইটার ব্লুতে সাবসক্রাইব করা ব্যবহারকারীরা সাধারন ব্যবহাকরিদের তুলনায় বাড়তি কিছু সুবিধা পাবেন। যেমন টুইট করার ৩০ মিনিটের মধ্যে বার্তাটি পাঁচবার এডিট করতে পারবেন তারা। এছাড়া তারা চার হাজার শব্দ পর্যন্ত টুইট লিখতে পারবেন এবং এইচডি ভিডিও পোস্ট করতে পারবেন।
টুইটারের পক্ষ থেকে আরো বলা হয়েছে টুইটার বøু ব্যবহারকারীরা তাদের টাইমলানে ৫০ শতাংশ কম বিজ্ঞাপন দেখতে পাবেন। এছাড়া তাদের টুইটগুলো রিপ্লাই, মেনশন ও সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
কোম্পানি ও সংগঠনগুলোর প্রধান অ্যাকাউন্টের জন্য টুইটার ব্লু ব্যবহার করতে মাসে এক হাজার ডলার এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সাথে যুক্ত অন্যান্য অ্যাকাউন্টের জন্য মাসে ৫০ ডলার করে পরিশোধ করতে হবে।
সিএনএন/আরএপি
from টেক শহর https://ift.tt/ayb7JnL