হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির ব্যবহার যেভাবে

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট চ্যাটজিপিটি এখন সহজলভ্য হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাধর্মী প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি এই চ্যাটবটটি নিয়ে সবারই আগ্রহ রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটি এতোদিন অধরা স্বপ্নের মতোই ছিলো। খুশীর খবর হচ্ছে এখন হোয়াটস অ্যাপেও এই এআই বটটি ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহারের সেরা উপায়

জিন্নি এআই ব্যবহার করে চ্যাটজিপিটি

Techshohor Youtube

আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে প্রথমেই চ্যাটজিপিটি চালিত হোয়াটসঅ্যাপ বট জিন্নি ব্যবহার করতে হবে। এই জিন্নি এআই ম্যাসেজিং অ্যাপটির সাথে সন্নিবিশিত হবে। এখন দেখা যাক এটি কিভাবে কাজ করে-

মোবাইলের ক্ষেত্রে আস্ক জিন্নি ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এরপর Launch WhatsApp বাটনে ক্লিক করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ নিজে নিজে ওপেন হয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ ওপেনের ক্ষেত্রে অনুমোতি চাইলে ওপেন বাটনে ক্লিক করতে হবে।

এখন হোয়াটসঅ্যাপ নিজে নিজেই জিন্নি চ্যাট স্ক্রিন ওপেন করবে। এখানে শুধুমাত্র ‘হ্যালো’ লিখলেই হবে। সাথে সাথেই জবাব পাওয়া যাবে।

আর এভাবেই হোয়াটস অ্যাপে চ্যাটজিপিটির সাথে কথা বলা যাবে কোন রকম সমস্যা ছাড়াই। তবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটির ব্যবহার বিনে পয়সায় নয়। শুরুতে মাত্র ১০টি ফ্রি মেসেজ দেয়া হবে। এরপর মাসে ৫ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ঈেনি সাবসক্রিপশন কিনতে হবে।

শ্মুজ এআইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার

শ্মুজ এআইয়ের মাধ্যমেও হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। এটি মূলত একটি ওয়েবসাইট যা মধ্যস্ততাকারীরর ভ‚মিকায় থেকে জিপিটি-৩ কে সমন্বিত করে। নিচের ধাপগুলো অনুসরন করে শ্মুজের মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়।

  • মোবাইলের ক্ষেত্রে শ্মুজের এআই ওয়েবসাইটে যেতে হবে। এরপর “Start Shmoozing” বাটনে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে খোলে যাবে।
  • এরপর “Continue to chat” লেখা বাটনে ক্লিক করলে সরাসরি চ্যাটস্ক্রিনে নিয়ে যাওয়া হবে।
  • মেসেজ বক্সে একটি অটো-টাইপ বার্তা পাওয়া যাবে। এই বার্তাটি সেন্ড করলেই বটটি ব্যবহারের জন্য প্রস্তুত হবে।
  • এরপরই চ্যাটজিপিটির মতো করেই হোয়াটসঅ্যাপে শ্মুজ এআইয়ে কথা বলা যাবে। শ্মুজ এআইও একটি পেইড সার্ভিস। প্রতি মাসে ৯ দশমিক ৯৯ ডলার করে অর্থ পরিশোধ করতে হবে।

আরো কিছু চ্যাটজিপিটি হোয়াটসঅ্যাপ বট

উপরে উল্লেখিত চ্যাটজিপিটি চালিত হোয়াটসঅ্যাপ বট আরো কিছু চমৎকার বটের সন্ধান পাওয়া গিয়েছে যা চ্যাটজিপিটির অ্যাকসেস দেয়। তবে মনে রাখতে হবে এই বটগুলোর চাহিদা অনেক এবং বিনা নোটিশেই তা অফলাইনে চলে যেতে পারে অথবা ধীর গতির হয়ে পড়তে পারে।

মোবাইলজিপিটি: যেসব হোয়াটসঅ্যাপ বটে প্রথম জিপিটি-৪ ব্যবহার করা হয় তারমধ্যে মোবাইল জিপিটি একটি। উল্লেখ্য, মোবাইলজিপিটি ব্যবহার করে প্রশ্ন করা যায় ও উত্তর পাওয়া যায়। এমনকি এই চ্যাটবট ব্যবহারকারীর ছবিও তুলে দিতে পারে।

হোয়াটজিপিটি: হোয়াটসঅ্যাপের এই চ্যাটজিপিটি বটটি শুধুমাত্র প্রশ্নের উত্তররই দিতে পারে না; মুখে বলা কোন কথাকে টেক্সট হিসেবে তৈরি করতে পারে। এছাড়া ইউটিউব ভিডিওর সারসংক্ষেপ তৈরির পাশাপাশি এআইয়ের সহায়তা নিয়ে ছবিও তুলতে পারে।

আরএপি



from টেক শহর https://ift.tt/qs5dU8E
Previous Post Next Post