টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ঈদে ব্যাপক সংখ্যক মানুষ শুধু ঢাকা ছাড়েননি, ঢাকাতে ঢুকেছেনও।
এবারের ঈদে ঢাকা ঢুকেছেন ২৩ লাখ ৯১ হাজার ৬১০ জন মোবাইল গ্রাহক।
চার মোবাইল ফোন অপারেটরের এই গ্রাহকরা ঈদ উপলক্ষ্যে সারাদেশ হতে ঢাকা এসেছেন। ১৮ এপ্রিল হতে ঈদের আগের দিন ২১ এপ্রিল পর্যন্ত ৪ দিনে তারা রাজধানীতে ঢোকেন।
এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছেন ৩ লাখ ৮৯ হাজার ২৮৩ জন , রবির ৩ লাখ ৯৫২ জন, বাংলালিংকের ১৫ লাখ ৫১ হাজার ১৯৬ জন এবং টেলিটকের ৪৫ হাজার ৪০৭ জন ।
আর ঈদে ঢাকা ছেড়েছেন ৮৫ লাখ মোবাইল গ্রাহক। ১৮ এপ্রিল হতে ২১ এপ্রিল পর্যন্ত ৪ দিনে মোট ৮৫ লাখ ৫২ হাজার ২৪০ জন গ্রাহক ঢাকা ছাড়েন।
মোবাইল ফোন অপারেটদের হিসাব বলছে, ১৮ এপ্রিল ঢাকার বাইরে গেছেন ১২ লাখ ২৮ হাজার ২৮৭ জন গ্রাহক, ১৯ এপ্রিল গেছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ জন, ২০ এপ্রিল গেছে ২৪ লাখ ৫৩ হাজার ৯০৯ জন, এবং ২১ এপ্রিল গেছেন ৩১ লাখ ৯৭ হাজার ৪০৮ জন ।
এরমধ্যে গ্রামীণফোনের গ্রাহক রয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৯৬৪ জন , রবির ২২ লাখ ৮৮ হাজার ৭৮৫ জন, বাংলালিংকের ৩০ লাখ ৪২ হাজার ৯৮ জন এবং টেলিটকের ১ লাখ ১১ হাজার ৩৯৩ জন ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই গ্রাহক বা সিম মুভমেন্টের হিসাব নিশ্চিত করেছেন।
from টেক শহর https://ift.tt/O5B3zin