ব্লক,বাটিক,গামছার ফিউশন করছেন তানিয়া’স অন্যরকম-এর তানিয়া

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : তানিয়া বিনতে কোরাইশি ব্লক, বাটিক শিখেছেন মাধ্যমিক পাশের পর , মায়ের ইচ্ছায় । এই জানা কাজটি এক সময় নিজ পায়ে দাঁড়ানোর হাতিয়ার হয়ে যায়। সাইকোলজির ছাত্রী সংসার , সন্তান সার্বিক পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে নিজেকে ভেঙ্গেছেন আর গড়েছেন।

গামছার ফিউশন নিয়ে কাজ শুরু করেছেন ২০২০ সালে , কিন্তু ব্লক বাটিকের কাজ শুরু করেছিলেন ২০১২ সালে। শিক্ষকতার পেশায় যুক্ত হওয়ায় একবার ব্লক বাটিক বন্ধ হয়ে গেলো । প্রথম সন্তানের পর এলো ২য় সন্তান। সন্তানরা বড় হচ্ছে , তানিয়া ভাবতে লাগলেন কি করা যায় । আবারো ব্লক নিয়ে শুরু করলেন তিনি ।

উই গ্রুপে রাজীব আহমেদের পোস্ট এবং ডিজিটাল স্কিল গ্রুপের বিভিন্ন পড়াশুনার ধাপ তাকে উজ্জীবিত করার সাথে সাথে জানালেন চতুর্থ শ্রেনিতে পড়াশোনা করা অবস্থায় দেশের খ্যাতনামা ডিজাইনার বিবি রাসেলকে নিয়ে গল্প। আজ গামছার ফিউশন নিয়ে তার কাজ করার পেছনে আছে বিবি রাসেলের প্রভাব, বলতে দ্বিধা করেন নি তানিয়া। গামছার কিচেন টাওয়েল, গামছার কিচেন এপ্রোন, গহনা, ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি। কাস্টমাইজ গহনা ও করেন তিনি।

Techshohor Youtube

এর ই মধ্যে ভাইয়ের মাধ্যমে ফেইসবুক পেইজ খোলা হয় , নাম দেন তানিয়াস অন্যরকম।

ক্লায়েন্টের মন পড়তে পারেন তানিয়া , তাদের সাথে কথা বলে পণ্য তৈরি করে ডেলিভারি করলে ক্লায়েন্ট অবাক করে খুশির বার্তা জানায় ।

ভবিষ্যৎ পরিকল্পনা কি ? এমন প্রশ্নে জানালেন দেশীয় উদ্যোক্তা হিসেবে তিনি কাজ করে যেতে চান । স্কিল ডেভেলপ করে ব্র্যান্ডিং করার দিকেই তার মন।

যারা আপনার মত করে কিছু করতে চান তাদের জন্য কি পরামর্শ দেবেন? এমন প্রশ্ন শুনে তানিয়া জানালেন, একজন নারী যদি আত্মনির্ভরশীল হয় তাহলে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় , তাই প্রবল ইচ্ছাশক্তি পারে কাউকে উদ্যোগি করে তুলতে। যা আছে তা নিয়েই পথ চলা শুরু করব এমন মনবল থাকলেই যথেষ্ট ।

তিনি জানালেন, নারী পুরুষের বিভেদ নিয়ে ভেবে লাভ নাই। এখন সময় বদলেছে, অনেক সুযোগ আছে । সুযোগ কাজে লাগাতে হবে। এভাবে নিজেকে উদ্যোমি করে এগিয়ে যেতে চান হার না মানা তানিয়া । পুরো গল্প শুনুন ভিডিও তে ।



from টেক শহর https://ift.tt/RQiEzyD
Previous Post Next Post