আকাশ থেকে তারার ছবি নিতে অ্যাস্ট্রোফটো মুড

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: স্যামসাংয়ের গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলোয় নতুন অনেক ক্যামেরা ফিচার যোগ করা হয়েছে। এরমধ্যে অন্যতম ফিচার অ্যাস্ট্রোফটো মুড। ক্যামেরার এই ফিচার ব্যবহার করে রাতের অন্ধকার আকাশ থেকেও তারকারাজির ছবি তোলা যায়। চমৎকার ফিচারটি ব্যবহার করতে স্যামসাং এক্সপার্ট র অ্যাপ এবং একটি ট্রিপড হলেই চলবে।
স্যামসাং গ্যালাক্সিতে অ্যাস্ট্রোফটো মুড চালু করা
অ্যাস্ট্রোফটোগ্রাফি ব্যবহার করতে হলে প্রথমেই ফোনের ক্যামেরা সফটওয়্যারে স্যামসাং এক্সপার্ট র মুড রয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে। এরপর আর যা করতে হবে-

– ক্যামেরা অ্যাপ ওপেন করতে হবে
– ক্যামেরা ভিউফাইন্ডারের নিচে মুড ক্যারোসল এলাকায় সড়ৎব লেখার ওপর কারসর ঘুরাতে হবে
Expert RAW লেখায় ক্লিক করতে হবে
– উপরে বাম দিকে settings icon এ ক্লিক করতে হবে
special photo options কার্যকর আছে কিনা তা নিশ্চিত হতে হবে

এই ফটো মুডটি আগে কার্যকর করে না থাকলে গ্যালাক্সি স্টোর থেকে এক্সপার্ট র অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আর এপি ডাউনলোড করা না থাকলে এক্সপার্ট র মুড এ চাপ দেয়ার সাথে সাথে গ্যালাক্সি স্টোরে চলে যাবে।

Techshohor Youtube

অ্যাস্টোফটো মুডটি ভালোভাবে ব্যবহারের জন্য ফোনটি একটি ট্রিপডে সেট করতে হবে।

স্যামসাং গ্যালাক্সি ফোনে অ্যাস্ট্রোফটো মুড ব্যবহার করার নিয়ম

ফোনটি ট্রিপডে বসানোর পর এক্সপার্ট র অ্যাপটি খুলতে হবে। এরপর..

১. এক্সপার্ট র ভিউফাইন্ডারের ক্ষেত্রে নিশ্চিত হতে হবে ছবিগুলো ১২ এমপি রেজ্যুলেশনের হবে। এরচেয়ে বেশি রেজ্যুলেশনের ছবি নিতে পারে না অ্যাস্ট্রোফটো মুড।
২. এরপর পপআপ থেকে সেটিংস সিলেক্ট করতে হবে
৩. অধিক আলো ও রাতের আরো উজ্জ্বল ছবি তুলতে ডিউরেশন পরিবর্তন করতে হবে
৪. ভিউফাইন্ডার থেকে সহজেই সুপরিচিত তারা ও নক্ষত্রপুঞ্জ খোঁজে বের করতে ‘স্কাই গাইড’ ব্যবহার করা যায়।
৫. অ্যাস্টোফটো উঠানো সময় ফোন নড়াচড়া করা যাবে না। অন্যথ্যায় ছবি ঝাপসা আসবে।

ছবিটিকে আরো ভালো করা

আকাশের ছবি নেয়ার পর ছবিটি দেখতে প্রিভিউতে চাপ দিতে হবে। ছবিকে আরো নান্দনিক করতে ক্যামেরা র অ্যাপ একে সম্পাদনা করার পরামর্শ দিবে। এক্ষেত্রে এডোব লাইটরুম ব্যবহার করা যায়।
আরএপি



from টেক শহর https://ift.tt/KvMRhkX
Previous Post Next Post