মেয়ের জন্য ডিজাইন করতে করতেই যাত্রা হামিদার অরনীয়া’র

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : অরনী নামের ছোট্ট একটি মেয়ে আছে হামিদা বেগমের, তার নামেই উদ্যোগের নাম অরনীয়া। আর মেয়ের জন্য ডিজাইন করতে করতেই শুরু হয় উদ্যোক্তা হামিদা বেগমের জীবন ।

কি কি আছে উনার কাছে এমন প্রশ্নে জানালেন মেয়েদের পোশাক নিয়ে কাজ করেন তিনি। যেহেতু টিন এইজ মেয়ে তার তাই তিনি এই বয়সের পোশাক রাখেন বেশি । বলা যায় সিগনেচার আইটেম এটা । স্কার্ট টপস, প্যান্ট টপস , কুর্তি ইত্যাদি আছে উদ্যোগে।

ইনভেস্ট করেছেন কত ? এমন প্রশ্নে তিনি জানালেন ৩৫ হাজার টাকা ইনভেস্ট করেছেন । সাড়ে ১১ বছর চাকরি করেছেন হামিদা । মেয়ে বড় হচ্ছিল , স্কুলে যাচ্ছে তখন মেয়েকে সময় দিতে চাকরি ছেড়ে দেন। একেবারে আইডেন্টিটিলেস থাকা যাবে না তাই কিছু করার জন্য শুরু করেন এই উদ্যোগ ।

Techshohor Youtube

শুরু করার পর সেল কত ছিল ? ৫ হাজার ৩শ টাকা সেল করেন হামিদা প্রথম সেলেই । দারুন সেই অনুভুতি বলতে গিয়ে বলেছেন, আগে চাকরির সেলারি ড্র করেছেন এরচেয়েও বেশি কিন্তু এই আবেগের সাথে কোন কিছুর তুলনা নেই । এটা অন্য রকম অনুভুতি ।

ডেলিভারি করেন গ্রাহকের সুবিধা অনুযায়ী । পেমেন্ট সিস্টেম ও গ্রাহকের পছন্দ মতে বেছে নেন হামিদা।

নতুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ – হুটহাট করে শুরু করবার আগে ভেবে চিন্তে বুঝে শুনে কাজ শুরু করবেন । এমন কথা শুনে জানতে চাওয়া হয়েছিল, আপনি কি ভেবে শুরু করেন ? হামিদা জানান, তিনি সহ করোনা মহামারিতে তখন ঘরে বসা সকলেই । অনলাইনে অনেকেই কাজ করছিল, তাদের কাজ দেখে তিনি উচ্ছ্বাসিত হন। সময় নিয়ে ভেবেছেন কি করা যায় , কি করলে ভাল হয় । উই গ্রুপে যুক্ত হয়ে কাজ শুর করে দেন হামিদা।

পারিবারিকভাবে চমৎকার সহযোগী পরিবেশ পেয়েছেন হামিদা । এগিয়ে যেতে চান অরনীর হাত ধরেই । বিস্তারিত শুনুন ভিডিওতে।



from টেক শহর https://ift.tt/BTmf8dx
Previous Post Next Post