সম্পদ কমেছে জেফ বেজোস ও ইলন মাস্কের

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: প্রযুক্তির জগতে শীর্ষস্থানীয় দুই ব্যাক্তিত্ব আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বাজোস এবং টেসলার সিইও ইলন মাস্কের নেট সম্পদ কমেছে। এ কারণে ফোর্বসের বিশে^র সেরা ধনীদের বার্ষিক তালিকায় দুজনের অবস্থানের অবনমন ঘটেছে।

চলতি বছরের ফোর্বসের ওয়ার্ল্ড বিলিয়নেয়ারের তালিকা অনুযায়ি, বিশ্বের বর্তমানে দুই হাজার ৬৪০ জন বিলিয়নিয়ার রয়েছেন। এদের মধ্যে মাত্র ২৫ জনের হাতে রয়েছে ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার মূল্যমানের সম্পদ। আগের বছরের তুলনায় এই বিলিয়নিয়ারদের সম্পদের পরিমান ৮ দশমিক ৭ শতাংশ কমেছে। তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিলিয়নিয়াররা হলেন- বার্নার্ড আরনল্ট, ইলন মাস্ক, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং ওয়ারেন বাফেট।

বর্তমান তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইলন মাস্ক আগের বছর শীর্ষে ছিলেন। ফোর্বসের পর্যবেক্ষণ অনুযায়ি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটার ক্রয়ের কারণে টেসলার বিনিয়োগকারীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন এর সূত্র ধরে গত বছরের তুলনায় ইলন মাস্কের সম্পদ কমেছে ৩৯ বিলিয়ন ডলার। জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে লোকসানের দিক থেকে ইলন মাস্কের নাম উঠেছে। রেকর্ড অনুযায়ি ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত মাস্কের ১৮০ বিলিয়ন ডলার লোকসান হয়েছে; যা ‘ব্যাক্তিগত সম্পদের সবচেয়ে বড় লোকসান’।

Techshohor Youtube

অন্যদিকে আমাজনের প্রতিষ্ঠাতা বেজোসের নেট সম্পদের পরিমান ১১৪ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় এই সম্পদ ৫৭ বিলিয়ন ডলার কমে যাওয়ার কারণে ফোর্বসের তালিকাতেও এই বিলিয়নিয়ারের অবস্থান একধাপ নিচে নেমেছে। গত ১২ মাসে আমাজনের শেয়ারদর ৩৮ শতাংশ কমতে দেখা যায়। যার প্রভাব পড়েছে কোম্পানিটির জনবল হ্রাসের ক্ষেত্রে। জানুয়ারি থেকে আমাজন পূর্ব পরিকল্পনা অনুযায়ি ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে।

ফক্সনিউজফোর্বস/আরএপি



from টেক শহর https://ift.tt/bh7lmQU
Previous Post Next Post