লস এঞ্জেলসে ভিডিও গেমের বার্ষিক প্রদর্শনী বাতিল

টেকশহর কনটেন্ট কাউন্সিলর: ভিডিও গেম প্রদর্শনীর বার্ষিক আয়োজন ইলেক্ট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। ইথ্রি নামে পরিচিত এই অনুষ্ঠানটি চার বছরের মধ্যে প্রথমবারের মতো জুনে লস এঞ্জেলসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। মূলত কোম্পানিগুলোর আগ্রহ কম থাকায় অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

১৯৯৫ সাল থেকে এন্টারটেইনমেন্ট সফটওয়্যার অ্যাসোসিয়েশন (ইএসএ) অনুষ্ঠানটি আয়োজন করে আসছে। আয়োজনটি ছিলো পুরো বিশ^ থেকে আসা ভিডিও গেম ডেভেলপার, পাবলিশার, ফ্যান ও গণমাধ্যমগুলোর চমৎকার সমাবেশ। দেখা যাচ্ছে কিছু বড় বড় পাবলিশার এ ধরনের আয়োজনে তাদের প্রতিদ্ব›দ্বীদের সাথে সমবেত হওয়ার পরিবর্তে নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য নিজস্ব অনলাইন ইভেন্ট আয়োজন শুরু করেছে।

আগের ইথ্রিগুলোয় কনসোল নির্মাতারা ফোকাল পয়েন্টে ছিলেন। এ অনুষ্ঠানে এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ফোর এবং নিনতেন্দো ডিএসের মতো সিসমিক পণ্যগুলো উন্মোচন করেছে।

Techshohor Youtube

শীর্ষস্থানীয় ডেভেলপাররা আগেও বলেছেন এটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট কারণ পুরো এক সপ্তাহ ধরে শুধুমাত্র গেম ইন্ডাস্ট্রির ওপরই গুরুত্ব দেয়া হয়।

কিন্তু বর্তমানে প্লেস্টেশন, নিনতেন্দো এবং ইউবিসফটের মতো কোম্পানিগুলো নিজেরাই এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করছে। কিন্তু এসব অনুষ্ঠান কোনভাবেই ইথ্রি অনুষ্ঠানের মতো নয়। কারণ এসব কোম্পানি এরইমধ্যে তাদের পণ্য কিনছে এমন ব্যাক্তিদের সাথেই কথা বলে। অন্যদিকে ইথ্রির কল্যাণে কোম্পানিগুলো নতুন নতুন ক্রেতা পেতো। চলতি বছর ইথ্রি স্থগিত হওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব কি হবে তা এখনো অনিশ্চিত । তবে কিছু লোক অবশ্যই অনুষ্ঠানটিকে স্মরণ করবে।

ইথ্রির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়েছে, এর অর্গানাইজার রীডপপ এবং ইএসএ ‘ইথ্রির ভবিষ্যত পুনঃমূল্যায়ন করবে’। অবশ্য রীডপপ জানিয়েছে তারা ভবিষ্যতে কোন আয়োজনের সাথে কাজ করবে।

গেমিং নিউজ সাইট আইজিএন জানিয়েছে ইএসএ সদস্যরা (নিনতেন্দো, ইলেক্ট্রনিক আর্টস, ইপিক গেমস এবং মাইক্রোসফট) অনুষ্ঠান বাতিলের বিষয়টি ইমেইলের মাধ্যমে জানিয়েছে। সেখানে বলা হয়েছে চলতি বছরের আয়োজন নিয়ে যথেষ্ট আগ্রহ না থাকায় তা বাতিল করা হয়েছে।

বিবিসি/আরএপি



from টেক শহর https://ift.tt/OBdXPq4
Previous Post Next Post