চট্টগ্রামে যাত্রা করলো ১১ জেলার প্রযুক্তি ব্যবসায়ীদের নিয়ে সংগঠন জি-১১

টেকশহর কনটেন্ট কাউন্সিলর : যাত্রা করলো চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার প্রযুক্তি ব্যবসায়ীদের সংগঠন আইসিটি এসোসিয়েশন অফ গ্রেট ইলাভেন (জি-১১)।

প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোনার্ক ভীসনের সত্বাধিকারী মোহাম্মদ ফারুক আহমেদ ভূঁইয়াকে সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব নোভো কম্পিউটারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মূলত নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এই ১১টি জেলার আইসিটি ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

Techshohor Youtube

সংগঠনের আত্মপ্রকাশ উপলেক্ষ্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যান সমিতি (ইসিএস) এর নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার কম্পিউটার ব্যবসায়ীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি’র সভাপতি তৌফিক এহসান, বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি মোঃ রাশেদ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসিএস সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিসিএস পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন খোন্দকার, এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা, প্রতিষ্ঠাকালীন আহবায়ক মোনার্ক ভীসনের সত্বাধিকারী মোহাম্মদ ফারুক আহমেদ ভূঁইয়া প্রমুখ।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার জি-১১ এর সফলতা কামনা করে বলেন, শক্তিশালী আঞ্চলিক সংগঠন থাকলে আমাদের পক্ষে অনকে সমস্যা সমাধান করা সহজ হয়। সেক্ষেত্রে বিসিএস অনেক গুরুত্বপূর্ন বিষয়ে সংগঠনের প্রতিনিধিদের সাথে বসে সিদ্ধান্ত নিতে পারে, এতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমবে।

সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ তার সমাপনী বক্তব্যে সংগঠনটিকে একটি স্বপ্নের সংগঠন হিসাবে গড়ে তুলতে সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। তিনি আশা করেন ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি সংগঠনটি সামাজিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করবে।

কমিটির অন্য সদস্যরা হলেনঃ সহ-সভাপতি মোহাম্মদ তসলিম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান শিকদার, কোষাধ্যক্ষ মোঃ তৈয়ব, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ সিদ্দিকী রানা, দপ্তর সম্পাদক মোঃ আসাদুর রহমান ফেরদৌস, প্রচার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মশিউর রহমান খান দিদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক বিপ্লব রায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আহসান হাবিব, সমাজকল্যান সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন ফরিদ, নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম হাজারী, মোহাম্মদ আলি জুয়েল, মোঃ মাহবুব আলম রাকিব, মোঃ আমানুল রশিদ মুন্না ও মোঃ মনির আহমেদ রন্টু।

উল্লেখ্য, চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার আইসিটি ব্যবসায়ীদের উন্নয়নের লক্ষ্যে গত ১৬ অক্টোবর, ২০২২ সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ ফারুক আহম্মেদ ভূঁইয়াকে আহবায়ক, মোহাম্মদ তসলিমকে যুগ্ন আহবায়ক এবং মোহাম্মদ রফিকুল ইসলাম চৌধুরীকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এই আহবায়ক কমিটি আনুষ্ঠানিক এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে।



from টেক শহর https://ift.tt/swHgtL7
Previous Post Next Post