নারী উদ্যোক্তাদের সাহায্যের চেষ্টায় সোনিয়া সিমরান শুরু করেন উড়ান ফাউন্ডেশন। দু বছরের বেশি সময় ধরে কাজ করছেন তিনি।
কোভিড মহামারীর সময় যখন ঘরবন্দি অবস্থায় ছিলেন তখন অসহায় নারীদের অবস্থা দেখে কিছু করার অনুপ্রেরনা পান তিনি। তাদের দক্ষতা অর্জনের জন্য ব্যবস্থা করে দেন । তাদের পণ্য সেলের আয়জন করেন । সোনিয়া জানালেন তার বন্ধু নামিরার কথা । একটা পেইজ খুলে একত্রিত হয়ে কাজ করার পরামর্শ দেন । তারপর দু বন্ধু মিলে কাজ করছেন নারী উদ্যোক্তাদের জন্য।
পরিচিত এমন কারো খাবার লাগবে কারন তারা দুজনেই কোভিড আক্রান্ত এমন কথা শুনবার পর সোনিয়ার মাথায় আইডিয়া আসে কানেক্ট করে দেয়ার। এদিকে উদ্যোক্তা যদি আপডেট না থাকে তাহলে হয়ত যাদের জন্য রেফার করলেন তাদের কাছে ভাল রিভিউ যায় না। তাই দক্ষ করতে আয়োজন করেন ফ্রি প্রশিক্ষনের । এতে উদ্যোক্তারা উপকৃত হন ।
গ্রুপের ভেতর সমস্যা সমাধান করেন কিভাবে ? এমন প্রশ্ন শুনে জানালেন যে গ্রুপে মাঝে মাঝে বিশৃংখলা হয় । তখন তিনি সরাসরি সেই উদ্যোক্তার সাথে খোলামেলা কথা বলেন। বুঝিয়ে দেন ফোকাস করবেন কোথায় , সব কিছু নিয়ে ব্যস্ত থাকার চেয়ে একটি কাজে ফোকাস থাকা শ্রেয় । কাউন্সেলিং করেন তিনি ।
কাজ করেছেন পরিবহন সেক্টরে, বর্তমানে ১০০ জন নারী প্রশিক্ষন নিয়ে বিআরটিএ তে পরীক্ষা দিচ্ছে।