ফোনের ব্যাটরী ফুলে গেছে? ঘড়ে বসে নিজই ঠিক করে ফেলুন। How to fix swollen phone battery New trick by Student corner

হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই?
আজকের বিষয় ”বস্তু ফুলে যাওয়া ব্যাটরী”
ফোনের ব্যাটরী ফুলে গেলে কি করবেন?



ফোনের ব্যাটরী ফুলে গেছে? ঘড়ে বসে নিজই ঠিক করে ফেলুন। How to fix swollen phone battery New trick by Student Corner

ব্যাটরী ফুলে যায় ক্যানো?
ব্যাটরী বিভিন্ন কারনে ফুলে যায়,
যেমন: 
1. ব্যাটরী ব্যাবহার না করে ফেলে রাখলে
2. অধিক বোল্ড-এ চার্জ করলে ইত্যিাদি ছাড়াও বিভিন্ন কারণ থাকতে পারে।
ব্যাটরী ফুলে গেলে কি করবেন?
ব্যাটরী ফুলে গেলে নিজই ঠিক করতে পারবেন যে কেউ,
এটা কোন দক্ষ বা অভিঙ্গতার কাজ নয়।
তবে কাজটি একটু সতর্কতার সাথে করতে হবে।

প্রয়োজনীয় দ্রবাদী:
1. 1টি সুই।
2. 1টি বোল্ট মিটার অথবা পিন ছাড়া চার্জার।

আপনার ফুলে যাওয়া ব্যাটরী-টির সাথে লাগানো স্টিকারটি তুলে ফেলুন, কোথাও যেন ছিড়ে না যায়।
এবার ব্যাটরী-টির মাঝখানে সুই দিয়ে হালকা ভাবে ছিদ্রো করে দিন, সতর্কতা: কেবল ব্যাটরীর কাভার টুকু ছিদ্রো করতে হবে। অধিক চাপের কারণে খতি হতে পারে।
এবার বিপরীত পাশে একইভাবে ছিদ্রো করুন। দেখুন ভেতর থেকে হাওয়া বেরিয়ে গ্যাছে।
তারপর সমান ভাবে চাপ দিয়ে অবশিষ্ঠ হাওয়া বের করে দিন।

এবার স্টিকারটি সুন্দর ভাবে লাগান।
তাপর বোল্ট মিটার বা চার্জার সংযোগ দিয়ে একটু চার্জ করে নিন।
কাজ শেষ।

না বুঝলে ভিডিওটি দেখুন





                                                                    ধন্যবাদ
Previous Post Next Post